কলকাতা: রামনবমী (Ram Navami) উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির। রাজ্যজুড়ে পাঁচশোরও বেশি মিছিলের আয়োজন করছে হিন্দু জাগরণ মঞ্চ। আলাদা মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। বেশ কিছু মিছিলে থাকবেন রাজ্য বিজেপির নেতারা।
রামনবমী উপলক্ষ্যে বিশেষ আয়োজন: বালুরঘাটে (Balurghat) রামনবমীর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও মৌলালির রামলীলা পার্কে মিছিলে অংশ নেবেন। রামনবমী উপলক্ষ্যে দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে হাওড়া ও খড়গপুরে। এছাড়াও, রাহুল সিন্হা, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির শুভেচ্ছা: এদিন রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, ত্যাগ, তপস্যা, সংযম এবং সংকল্পের উপর তৈরি ভগবান শ্রী রামচন্দ্রর জীবন সব যুগেই মানবকার প্রেরণাশক্তি। এর আগে রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে জীবনে ভগবান রামের আদর্শ মেনে চলার পরামর্শ দিয়েছিলেন তিনি।
জেলায় জেলায় রাম নবমীর মিছিল। মধ্য হাওড়ার খুরুট রোড থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত তলোয়ার হাতে রাম নবমীর মিছিল। উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। দুর্বলের ওপর প্রয়োগ নয়, দুর্বৃত্তদের রোখবার জন্যই অস্ত্র মিছিল, দাবি বিজেপি নেতার। বালুরঘাটে রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্রায় ৫ কিলোমিটার হেঁটে শহর পরিক্রমা করেন বিজেপি সাংসদ।
এদিকে অনুব্রতহীন বীরভূমে রাম নবমীর মিছিলে মিশে গেল তৃণমূল ও বিজেপি। দুবরাজপুরে একই মিছিলে হাঁটলেন শাসক ও বিরোধী দলের নেতা, কর্মীরা। মিছিলে অংশ নেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা ও তৃণমূল পরিচালিত দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। দুই দলই জানিয়েছে, রাজনীতি নয়, রাম নবমী উপলক্ষ্যে এই মিছিল সম্প্রীতির।
আরও পড়ুন: DA Agitation: বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে অনড়, আজ মহা সমাবেশের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের