কলকাতা: উপলক্ষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mukherjee Birth Anniversary) জন্মজয়ন্তী। সেখানেও বাংলার বর্তমান সরকারের সমালোচনায় সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বাংলার সর্বত্র সিন্ডিকেট এবং তোলাবাজির রাজত্ব চলছে বলছে বলে মন্তব্য করলেন তিনি। বাংলায় শ্যামাপ্রসাদের রেখে যাওয়া ঐতিহ্য গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলার 'শুভবুদ্ধিসম্পন্ন' মানুষের তাই প্রতিবাদ জানানো উচিত বলেও মন্তব্য করেন।
শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীকে রাজ্যকে আক্রমণ ধনকড়ের
বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে কলকাতার রেড রোডে শ্য়ামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন সস্ত্রীক ধনকড়। আর সেখানেই, শ্যামাপ্রসাদের মূর্তির সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে যান।
আরও পড়ুন: Shyama Prasad Birthday : শ্যামাপ্রসাদের জন্মদিনের শোভাযাত্রা, অনুমতি-বিতর্কে ক্ষোভ উগরে দিল বিজেপি
এ দিন ধনকড় বলেন, "দেশভাগের সময় যে বিপদ ঘনিয়ে এসেছিল, চা প্রতিহত করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু এই চরমে সঙ্কটের সময় বিপদের মেঘ ঘনিয়ে আসছে। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহ্য। তুষ্টিকরণ, সাম্প্রদায়িকতায় পৃষ্ঠপোষকতা গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক। সংবিধান নিরপেক্ষ, সমাবাধিকার এবং ন্যায়বিচারের কথা বলে। কেন্দ্রীয় সরকার সেই নীতি মেনেই চলছে। সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা প্রয়াস নীতি নিয়ে এগিয়ে চলেছে কেন্দ্র। আজ বাংলার মনুষকে বলব, শ্যামাপ্রসাদের দোহাই, আর চুপ করে থাকবেন না। নীরবতা ভাঙুন। গণতন্ত্র ধূলিসাৎ হয়ে যাওয়ায় মানবাধিকার লঙ্ঘনের ল্যাবরেটরিতে পরিণত হয়েছে বাংলা। এ ভাবে বাংলার মাটিতে গণতন্ত্রকে শেষ নিঃশ্বাস ফেলতে দেব না। শুভবুদ্ধিসম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত। এই নীরবতায় অত্যন্ত ব্যাথীত আমি। কলকাতা হাইকোর্ট বলেছে, বাংলার সর্বত্র সিন্ডিকেট এবং তোলাবাজির রাজত্ব চলছে।"
রাজ্যপাল আরও বলেন, "বাংলার ন'কোটি মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলা গণতন্ত্রকে ধূলিসাৎ হতে দেব না আমি। সংবিধান এবং আইনের রক্ষা করবই।"
শ্যামাপ্রসাদ শহিদ, বললেন ধনকড়
এ দিন শ্যামাপ্রসাদকে 'ভারত মায়ের শহিদ সন্তান', 'দেশপ্রেমী ' হিসেবেও উল্লেখ করেন ধনকড়। তাঁর কথায়, "জম্মু-কাশ্মীর ভারতের অভিন্ন অংশ। তা হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু দেশের অখণ্ডতায় বিশ্বাসী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি যে বীজ পুঁতেছিলেন, আজ তা-ই ফলদায়ী হয়ে উঠেছে। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদও রদের পিছনেও শ্যামাপ্রসাদের নীতি ছিল। রাষ্ট্রবাদ ও দেশ সেবাই শ্যামাপ্রসাদের আদর্শ ছিল। দেশের জন্য শহিদ হয়েছিলেন। জাতীয়তাবাদ এবং দেশসেবা আমাদের প্রধান ধর্ম। পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে শ্যামাপ্রসাদের অবদানের জন্য। আরও কৃতিত্ব প্রাপ্য ওঁর।"