মুম্বই: অনুষ্কা শর্মা (Anushka Sharma)-র সঙ্গে জুটি বেঁধে প্রথম বলিউডে কাজ শুরু করেছিলেন তিনি। তারপরে অবশ্য পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি, অনবদ্য ফ্যাশান স্টেটমেন্ট আর নিজের ট্যালেন্ট দিয়েই তিনি মন জয় করেছেন বলিউড থেকে শুরু করে গোটা দেশের। রণবীর সিংহ (Ranveer Singh)। আজ তাঁর জন্মদিন (Birthday)


আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে অভিনয় জগতে আসেন রণবীর, তাঁর পুরো নাম রণবীর সিংহ ভাবনানী (Ranveer Singh Bhavnani)। কিন্তু নিজের নাম থেকে ভাবনানী পদবী বাদ দিয়েছেন রণবীর। কারণ তাঁর মনে হয়, এই পদবী খুব ভারী করে তুলবে তাঁর নামকে।


ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল রণবীরের। আগ্রহ ছিল নাচেও। রণবীরের জন্ম মুম্বইতেই, প্রাথমিক পড়াশোনাও শেখানে। স্কুলে বিভিন্ন অভিনয়ে ও বিতর্কে অংশ নিতেন তিনি। কিন্তু পড়াশোনা শেষ করে রণবীরের মনে হয়, অভিনয়ে সুযোগ পাওয়া সোজা নয়। রুপোলি পর্দার কোনও পূর্ব পরিচিতিও ছিল না তাঁর। অভিনয়ের আশা কার্যত ছেড়ে দিয়ে রণবীর প্রথমে বিভিন্ন এসেন্সির কপিরাইটার হিসেবে বিজ্ঞাপনে কাজ করেন। এরপর কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি। কিন্তু এরপর বিভিন্ন সংস্থায় নিজের পোর্টফোলিও পাঠানোর সিদ্ধান্ত নেন রণবীর। 


আরও পড়ুন: Anupam New Song: 'যে কোনও নায়ককে টক্কর দিতে পারেন অনুপমদা', 'দারুণ' প্রশংসা সৌরসেনীর


ব্যান্ড বাজা বারাত (Band Baja Baarat) ছবিতে অভিনয় করে তিনি সেরা অভিনেতার খেতাব জিতে নেন। এরপর লেডিস ভার্সেল রিকি বেহল (Ladies Vs Ricky Bahl) থেকে শুরু করে লুটেরা (Lootera), বাজিরাও মস্তানি (Baajirao Mastani), পদ্মাবত (Padmavaat), গোলিয়োঁ কি রসলীলা, রামলীলা (Goliyon Ki Raasleela Ram-Leela), সিম্বা (Simba), গালি বয় (Gully Boy) ও অন্যান্য ছবিতে। আপাতত আলিয়া ভট্ট (Alia Bhatt)-এর সঙ্গে জুটি বেঁধে 'রকি অউর রানি কী প্রেম কাহানি' (Rocky our Rani ki Prem Kahani) ছবির শ্যুটিং সারছেন তিনি। 


গোলিয়োঁ কি রসলীলা, রামলীলা ছবির  কাজ করতে গিয়ে দীপিকা পাডুকোন (Deepika Padukone)-এর সঙ্গে সম্পর্ক শুরু হয় রণবীরের। এরপর তাঁদের প্রেমপর্বের গল্প জানে গোটা বলিউড (Bollywood)। ২০১৮ সালের ১৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয় রণবীর-দিপীকা।