শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: গণনার আগের দিন নিরাপত্তারক্ষী নিয়ে স্ট্রং রুমে ঢুকে পড়ার অভিযোগ উঠেছিল। ১১ দিন পর অভিযুক্ত বিজেপি নেতাকে অসম-বাংলা সীমানা থেকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের অভিযোগ,১০ জুলাই দিনহাটা ১ নম্বর ব্লকের দিনহাটা হাইস্কুলের স্ট্রং রুমে নিরাপত্তারক্ষী নিয়ে জোর করে ঢুকে পড়েন দিনহাটা শহরের মণ্ডল সভাপতি অজয় রায়।
কর্তব্যরত আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরেরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দিনহাটার তৃণমূলের ব্লক সভাপতি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। দিনহাটার বিজেপি মণ্ডল সভাপতি অজয় রায়ের দাবি, খবর পাই আগেই স্ট্রং রুম খোলা হয়ে গেছে। তৃণমূল আমার গাড়ি ভাঙচুর করে। অথচ আমাকে অ্যারেস্ট করেছে।
দিনহাটার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিশু ধরের কথায়, অজয় রায় গুন্ডাবাহিনী নিয়ে প্রবেশ করে হামলা করে। আমরা বাধা দিলেও হামলা। ধর্মের কল বাতাসে নড়ে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ষড়ষন্ত্রের অভিযোগে সরব হয়েছে বিজেপি।
একসময়ে তৃণমূলে ছিলেন এই অজয় রায়। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। বিধানসভা নির্বাচনের পর উদয়ন গুহর উপর হামলার অভিযোগ উঠেছিল এই অজয় রায়ের বিরুদ্ধে। এরপর দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন তিনি। পরে কোর্টে জামিন নিয়ে এলাকায় ঢোকেন। শনিবার, অভিযুক্ত বিজেপি নেতার ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমা আদালত।
কোথাও স্ট্রং রুমে ঢুকে গিয়েছিলেন মন্ত্রী! কোথাও আবার বিধায়ক! শাসকদলের প্রতিনিধিদের বিরুদ্ধে এমনই অভিযোগে একাধিক জেলায় বিরোধীদের বিক্ষোভ। এরইমধ্য়ে, হাওড়ার ডোমজুড়ে গণনাকেন্দ্রের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। এগরায়, তৃণমূলের বিরুদ্ধে ব্য়ালট বদলের চেষ্টার অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি।
- মোথাবাড়ি: স্ট্রং রুমে রাজ্য়ের মন্ত্রী!
- উলুবেড়িয়া: স্ট্রং রুমে তৃণমূল বিধায়ক?
- ডোমজুড়: স্ট্রং রুমের পাঁচিল ভাঙায় উত্তেজনা
- এগরা: স্ট্রং রুমের বাইরে বিজেপির বিক্ষোভ
স্ট্রং রুমে কি ছিল স্ট্রং নিরাপত্তা? মোথাবাড়ি থেকে ডোমজুড়, উলুবেড়িয়া থেকে এগরা, রাজ্য়ের বিভিন্ন প্রান্তে গণনার দিন স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তাদের অভিযোগ, ব্য়ালট বদলের চেষ্টা করেছে তৃণমূল। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের স্ট্রংরুম করা হয়েছে মোথাবাড়ি হাইস্কুলে। অভিযোগ, রবিবার গভীর রাতে স্ট্রং রুমের ভিতরে ঢোকেন সেচ প্রতিমন্ত্রী ও মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। এরপরই শাসক দলের বিধায়ককে ঘিরে স্লোগান দিতে শুরু করে কংগ্রেস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন