সুদীপ্ত আচার্য এবং অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দেবীপক্ষের প্রথম দিনে আরও দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের (Kalighat) বাড়ি থেকে গড়িয়াহাট (Gariahat) হিন্দুস্তান ক্লাব (Hindusthan Club) সর্বজনীন-সহ দক্ষিণ কলকাতার (South Kolkata) ১৭টি পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে প্রথমাতে কলকাতা পরিক্রমায় বেরোলেন রাজ্যপাল। কুমোরটুলিতে গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে কথা বললেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)।
মহালয়ার পরের দিনই পুজোর হালহকিকত জানতে নগর পরিক্রমায় বেরোলেন রাজ্যপাল আর পায়ে চোটের জেরে বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন সারলেন মুখ্যমন্ত্রী। পুজোকে কেন্দ্র করে একই দিনে রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানকে দেখা গেল দুই মেজাজে।
প্রতিদিনের মতো রবিবারও কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালে দক্ষিণ কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সর্বজনীনের পুজোর পুরোধা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এই পুজোর উদ্বোধন করতে গিয়ে বাংলার মানুষের সমৃদ্ধির জন্য তাঁকে মা দুর্গার কাছে প্রার্থনা করতে বলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, 'মায়ের কাছে ফুল নিবেদন করো। অন্ন-বস্ত্র-বাসস্থানের প্রার্থনা করো। তুমি অর্থমন্ত্রীর দায়িত্বে আছো রাজ্যে।'
পুজোর আগে শেষ রবিবার। উৎসবের আবহে রাজভবন ছেড়ে এদিন পথে নামেন রাজ্যপাল। প্রথমেই পৌঁছে যান কুমোরটুলিতে, সেখানে মৃৎশিল্পীদের কাজ দেখেন সি ভি আনন্দ বোস। একাধিক শিল্পীর পরিবারের সঙ্গে কথা বলে, তাঁদের হাতে রাজভবনের তরফে উপহারও তুলে দেন তিনি। রাজ্যপালের হাতেও, তাঁদের তৈরি মূর্তি উপহার হিসেবে তুলে দেন শিল্পী পরিবারের সদস্যরা। রাজ্যপাল বলেন, 'মা দুর্গা সবাইকে শক্তি দেয়। শক্তির উৎস। কলকাতার পুজো দারুণ ব্যাপার। দারুণ ফিলিং।'
আরও পড়ুন, পুজোয় রসনায় ভেজাল নেই তো? পরীক্ষা করবে KMC
কুমোরটুলিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময়, রাজ্যপালের সামনে আচমকা জয় বাংলা স্লোগান দেন কয়েকজন। পাল্টা আরেকদিক থেকে 'জয় মা দুর্গা' ও 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে।
কুমোরটুলি থেকে বেরিয়ে রাজ্যপাল সোজা চলে যান একডালিয়া এভারগ্রিনে, যা বরাবরই সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত। একডালিয়া এভারগ্রিন সূত্রে খবর, সোমবার এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগেই এদিন একডালিয়ার পুজো প্রস্তুতি খতিয়ে দেখেন সি ভি আনন্দ বোস।
সব মিলিয়ে, রাজ্যে এখন পুরোদস্তুর উৎসবের আমেজ।