কলকাতা: পুজো (Durga Puja) আর পেটপুজো (Durga Puja Food), একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ঠাকুর দেখতে বেরিয়ে পছন্দের খাবার খাবেন তো সবাই। কিন্তু ভিড়ভাট্টার দিনগুলোয় যে খাবার তাঁদের পাতে পড়বে, তাঁর গুণমান কতটা স্বাস্থ্যকর থাকবে? তা যাচাই করতে মঙ্গলবার থেকে পথে নামছে কলকাতা পুরসভা (KMC)। ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে চলবে অভিযান। রেস্তোরাঁ থেকে স্ট্রিটফুড, কোনও ভেজাল মেশানো হচ্ছে কিনা, খাবার বানাতে গিয়ে পরিচ্ছন্নতার প্যারামিটার কতটা মানা হচ্ছে, এসবই খতিয়ে দেখবেন পুরকর্তারা। 


বাঙালির পুজোয় অবশ্যই থাকে পেটপুজোর সবরকম প্রস্তুতি। খাওয়া-দাওয়ার দিকেও থাকে নজর। পুজোর কটাদিন দিনভর বিভিন্ন রেস্তরাঁ এবং রাস্তার ফুড স্টলে লেগে থাকে ভিড়। এখন তো অ্যাপের মাধ্যমে বাড়িতেও অর্ডার করা হয় খাবার। হঠাৎই চাহিদা বাড়ে, তার জন্য পুজোর দিনগুলিতে আলাদা করে স্টলও বসান অনেকেই। সেই খাবারের গুণমানের (Food Quality) দিকেই নজর রাখছে কলকাতা পুরসভা। শুধুমাত্র খাবারের স্টলই নয়। পাশাপাশি রেস্তরাঁতেও থাকবে নজর। 


এর আগে রাস্তায় নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। দুর্গাপুজো (Durga Pujo) উপলক্ষে কলকাতা (Kolkata) শহরে বহু বাইরের লোকজন ভিড় জমান। পুজো দেখতে রোজই এই শহরে আসেন অনেকে। তার মধ্যে পুজোতেই রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। দুর্গাপুজোর সময় অনেক বিদেশিও আসেন এই শহরে। এই আবহে নিরাপত্তা খতিয়ে দেখতে পথে নেমেছে কলকাতা পুলিশ। সম্প্রতি শহরের পুজো মণ্ডপগুলি পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মহালয়ার পর থেকেই কলকাতার শহর যানজটমুক্ত রাখতে কাজ শুরু করেছে পুলিশ। তারও কয়েকদিন আগে, শহরের বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপগুলির প্রস্তুতি খতিয়ে দেখেছিল কলকাতা পুলিশ। ওই দলে ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেড কোয়ার্টার সন্তোষ পাণ্ডে। সঙ্গে ছিলেন দমকল, কলকাতা পুরসভা ও বিভিন্ন দফতরের আধিকারিকরা। চেতলা অগ্রণী দিয়ে শুরু হয়েছিল মণ্ডপ-পরিক্রমা। সুরুচি সঙ্ঘে গিয়েছিলেন পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তারা। বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, হরিদেবপুর ৪১ পল্লি, অজেয় সংহতি, নাকতলা উদয়ন সঙ্ঘের মণ্ডপও পরিদর্শন করেছিলেন তাঁরা।                 


আরও পড়ুন: বাড়িতে ঢুকে পরপর কোপ! প্রাক্তন প্রেমিকের হাতে খুন তরুণী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial