সনৎ ঝা, শিলিগুড়ি: দার্জিলিং যাওয়ার পথে হঠাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল। এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলাকালীন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২৮ জুন ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকের ডাক রাজ্যপালের। সেই বৈঠকই বানচাল করার চেষ্টার অভিযোগ। বৈঠকে আসতে বাধার চেষ্টার অভিযোগ উঠছিল, সেই খবর পেয়েই হাজির হন রাজ্যপাল, খবর সূত্রের। সূত্রের খবর, অভিযোগ উঠেচে যে রাজ্যপালের উপাচার্যদের উপর চাপ তৈরির চেষ্টা করছেন। যদিও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, রাজ্যপাল নিজেই খবর পেয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় রাজ্যপালকে কালো পতাকা দেখানোর চেষ্টা করে তৃণমূল ছাত্র পরিষদ।
এদিন কথা ছিল না, হঠাৎ আসেন রাজ্যপাল। শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে যাওয়ার কথা ছিল তাঁর। হঠাৎই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চলে আসেন রাজ্যপাল। উপাচার্যের সঙ্গে একঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষের কিছুক্ষণের মধ্যে দার্জিলিংয়ের দিকে রওনা হয়ে যান তিনি।
পঞ্চায়েত ভোট নিয়ে টানাপোড়েনের আবহেও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ নিয়ে, রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত অব্যাহত রয়েছে। সোমবার, রাজ্যপালের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে যা অন্য মাত্রা পেল। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নব নিযুক্ত ১৩ জন উপাচার্যকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস। কিন্তু, ওই বৈঠক বানচাল করার জন্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি দেওয়া হচ্ছে বলে, সূত্রের দাবি। আচার্যকেও সেই অভিযোগ জানানো হয়েছে। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন নামার পর, গেস্ট হাউস হয়ে সোজা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চলে যান রাজ্যপাল। সেখানে উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়ের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় বলেন, 'মিটিং হবেই, হুমকি নিয়ে মন্তব্য করব না, উনি খবর পেয়েই এসেছেন।'
বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপালের গাড়ি বেরনোর সময়, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। দার্জিলিংয়ের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তন্ময় তালুকদার বলেন, 'পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রকে কালিমালিপ্ত করেছেন রাজ্যপাল।'
ইতিমধ্যেই যেসব বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল, তাঁদের বেতন ও ভাতা বন্ধ করেছে রাজ্য সরকার। বুধবারের বৈঠকে কোন কোন উপাচার্য উপস্থিত থাকেন, সেটাই এখন দেখার।
উত্তরবঙ্গ থেকেও হিংসার সমলোচনা:
দার্জিলিং সফরের আগে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে ভোট অশান্তি নিয়ে মুখ খুললেন তিনি। নিশানা করলেন প্রশাসনকেও। 'যেখানে ভোট-অশান্তি সেখানেই যাব', ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও গিয়ে বললেন রাজ্যপাল। সন্ত্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর দাবি, 'সন্ত্রাসের ঘটনা ঘটলেও বেছে বেছে রিপোর্ট পাঠানো হয়েছে। যে রিপোর্ট পাঠানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই।' প্রশাসনকে নিশানা করে ফের বললেন রাজ্যপাল।
আরও পড়ুন: কতবার দুধ ফোটান? পদ্ধতি কি ঠিক? পুষ্টিগুণ নষ্ট হচ্ছে না তো?