পার্থপ্রতিম ঘোষ ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা: 'বাড়ি ঘেরাও করতে গেলে বিমা করে যাবেন', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) বাড়ি ঘেরাও কর্মসূচির আহ্বানের পর পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের (BJP MLA Of Onda)। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, 'বিজেপি কর্মীদের বলছি, তৃণমূলকে উত্তমমধ্যম প্রহার করে হাসপাতালে পাঠিয়ে দেবেন। তার পরও বাড়াবাড়ি করলে, দুপায়ে হেঁটে আসবেন। চারপায়ে কাঁধে করে ফিরে যাবেন। তৃণমূল নেতারা যেখানেই ঘেরাও করবেন, শেষ পরিণতি এটাই হবে।'
প্রেক্ষাপট...
বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের যে ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তা নিয়ে থানায় যাচ্ছে বিজেপি। প্ররোচনা দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ করেছে গেরুয়া শিবির। ই-মেল করে অভিষেকের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারী। অভিযোগপত্রে নাম রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ই-মেল মারফৎ অভিষেকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়িও। অভিষেকের বিরুদ্ধে উস্কানি ও ভয় দেখানোরও অভিযোগ করেছে বিজেপি। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক। একুশের সভামঞ্চ থেকে বিজেপি নেতা-নেত্রীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ! তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, আগামী ৫ অগাস্ট ৮ ঘণ্টার জন্য বুথ থেকে ব্লক স্তরে সমস্ত গেরুয়া শিবিরের নেতাদের বাড়ি ঘেরাওয়ের জন্য তৃণমূল কর্মী-সমর্থদের ডাক দেন তিনি। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য অমরনাথ শাখার। প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এর আগেও নাম জড়িয়েছে ওন্দার বিজেপি বিধায়কের।
আগেও হুঁশিয়ারি...
গত ফেব্রুয়ারিতে ওন্দার বিধায়ক বলেছিলেন, 'দিদির দূত নয়, এরা হচ্ছে দিদির ভূত। প্রত্যেকটা হচ্ছে দাগী মাল, আসামি, চোর।" দিদির দূতদের এভাবেই ফের নিশানা করলেন বিজেপি বিধায়ক। সে সময় পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। দরজায় দরজায় দিদির দূত হয়ে যাচ্ছিলেন বিধায়ক, সাংসদরা। কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছিল শাসকদলের নেতাদের। এই আবহেই বাঁকুড়া শহর লাগোয়া হেভির মোড়ে দলীয় সভায় দিদির দূতদের তাড়ানোর কৌশল 'বাতলে' দেন ওন্দার বিজেপি বিধায়ক। তিনি বলেন, ভূতকে কেউ সাধুবাবা দিয়ে ঝাঁটায়, কেউ গোবর, ঝাঁটা দিয়ে ঝাঁটায়। সেইভাবে আপনারা এলাকায় ঝাঁটিয়ে তুলবেন। ওই দিদির দূতরা এলে আগে তাদের ধরবেন কলারটা চেপে, দিয়ে বলবেন, আমরা ঘর পেলাম না কেন ?
আরও পড়ুন:হাড়ের গঠন হবে শক্ত-মজবুত, দৈনন্দিন জীবনে মেনে চলুন এই সহজ নিয়মগুলি