প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (SSC Case) ফের বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার। স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য  শান্তিপ্রসাদ সিন্হার (Shanti Prasad Sinha) ফ্ল্যাটে দেড় কেজি সোনা এবং ৫০ লক্ষ টাকার হদিশ মিলল। অন্যের নামে সন্তোষপুরের ওই ফ্ল্যাটও কেনা হয় বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছেন শান্তিপ্রসাদ।


অন্যের নামে সন্তোষপুরের ওই ফ্ল্যাটও কেনা হয় বলে অভিযোগ


সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকে সার্ভে পার্কের ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) আধিকারিকরা। তদন্তে জানা গিয়েছে, অন্য় একজনের নামে একটি ফ্ল্যাট কেনা হয়েছিল। শুধু তাই নয়, শান্তিপ্রসাদের ফ্ল্যাট থেকে ১ হাজার ৫০০ চাকরিপ্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে বলে জানা গেল। 


সার্ভে পার্ক এলাকায় শান্তিপ্রসাদ এবং তাঁর স্ত্রীর একটি বেনামি সম্পত্তি রয়েছে বলে তদন্তে নেমে জানতে পারেন গোয়েন্দারা। তার পরই মঙ্গলবার গভীর রাতে ওই ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, ওই ফ্ল্যাটে ৫০ লক্ষ টাকা লুকিয়ে রাখা হয়েছিল। লুকিয়ে রাখা হয়েছিল দেড় কেজি সোনাও। দেড় হাজার চাকরিপ্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে। 


আরও পড়ুন: Panchayat Elections 2023: মামলা করেছিলেন শুভেন্দু, পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা নয় এখনই, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ


এ ছাড়াও, একাধিক জায়গায় জমি এবং সম্পত্তির নথিও উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআই-এর একটি সূত্রের। গোয়েন্দারা মনে করছেন, কাগজে-কলমে থাৃকা সম্পত্তির বাইরেও প্রচুর বেনামি সম্পত্তি করে রেখেছিলেন শান্তিপ্রসাদ। কিন্তু এতদিন ধরে দফায় দফায় জেরা করা হলেও, তার হদিশ পাননি গোয়েন্দারা। বরং গোপন সূত্রেই ওই ফ্ল্যাটের হদিশ মেলে বলে জানা গিয়েছে।


গত বছর অগাস্ট মাসে শান্তিপ্রসাদকে গ্রেফতার করা হয়


নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে, গত বছর অগাস্ট মাসে শান্তিপ্রসাদকে গ্রেফতার করা হয়। শান্তিপ্রসাদ স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির মাথায় ছিলেন। আগেও শান্তিপ্রসাদের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালায় সিবিআই এবং ইডি। আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত নথি দেখে সন্দেহ জাগে গোয়েন্দাদের। নিয়োগ দুর্নীতিতে শান্তিপ্রসাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলে বলে মনে করছেন গোয়েন্দারা।


নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেও এর আগে কোটি কোটি টাকা উদ্ধার হয় নগদে। টাকার পাহাড়ের সেই ছবি আজও রাজ্যবাসীর মনে টাটকা। অর্পিতার ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার হয়েছিল। এ বার শান্তিপ্রসাদের ফ্ল্যাটেও যকের ধনের খোঁজ মিলল।