কলকাতা: রাজ্যে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা। এই পরিস্থিতিতে। আজ বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও সদস্য অনন্যা চট্টোপাধ্যায়।


অ্যাডিনে আতঙ্ক বাড়িয়ে কলকাতায় আরও ৩ শিশুর মৃত্যু। কলকাতা মেডিক্যালে ২ ও বি সি রায় হাসপাতালে প্রাণ গেল এক শিশুর। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী ২ মাসে ১১৬ শিশুর মৃত্যু।


অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই এবার কলকাতা মেডিক্যাল কলেজ ও বি সি রায় হাসপাতালে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে আজই। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১১৬ জন শিশুর। মেডিক্যালের ২ শিশুর মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়া ও অপরজন হুগলির মগরার বাসিন্দা। দু’জনেরই অ্যাডিনো পজিটিভ। এদের মধ্যে হাওড়ার শিশুকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয় ২৬ ফেব্রুয়ারি। গতকাল সন্ধে ৭টা নাগাদ মৃত্যু হয়। মগরার শিশু প্রথমে ভর্তি ছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ২৭ তারিখ ওই শিশুকে কলকাতা মেডিক্যালে ভর্তি করার পর, গতকাল রাত দেড়টা নাগাদ তার মৃত্য়ু হয়। অন্যদিকে, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ বনগাঁর বাসিন্দা ৯ মাসের শিশুর মৃত্যু হয় বি সি রায় হাসপাতালে। ওই শিশু ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসে আক্রান্ত ছিল বলে পরিবারের দাবি। 


কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে ভাইরাসের সংক্রণ। থামানো যাচ্ছে না, কান্নার রোল, খালি হয়ে যাচ্ছে মায়েদের কোল! ভয়াবহ অ্যাডিনো-আতঙ্কের মধ্যে কলকাতা মেডিক্যালে মৃত্যু হল ২ জনের। বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় ১ শিশুর। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে গত ২ মাসে মৃত শিশুর সংখ্য়া বে়ড়ে দাঁড়াল ১১৬। 


মেডিক্যালের মৃত ২ শিশুর মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়া ও অপরজন হুগলির মগরার বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেরই অ্যাডিনো পজিটিভ। এদের মধ্যে হাওড়ার শিশুকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয় ২৬ ফেব্রুয়ারি। মঙ্গলবার সন্যায় তার মৃত্যু হয়। 


অন্যদিকে, মগরার শিশু প্রথমে ভর্তি ছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ২৭ তারিখ ওই শিশুকে কলকাতা মেডিক্যালে ভর্তি করার পর, মঙ্গলবার গভীর রাতে  তার মৃত্য়ু হয়। অন্যদিকে, বুধবার সকালে বনগাঁর বাসিন্দা ৯ মাসের এক শিশুর মৃত্যু হয় বি সি রায় হাসপাতালে। ওই শিশু ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসে আক্রান্ত ছিল বলে পরিবারের দাবি। 


রাজ্যে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় এদিন বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও সদস্য অনন্যা চট্টোপাধ্যায়।