কলকাতা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁয় বিজেপির নির্বাচনী সভায় গিয়ে ৭৭ বছরের এক ব্যক্তির মৃত্যু। সভায় অব্য়বস্থার ফলে মৃত্যু, এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ মৃতের পরিবার। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছে বনগাঁ থানার পুলিশ (Bongaon Police Station)।


নির্বাচনী সভায় মৃত্যু বৃদ্ধের: গতকাল গাইঘাটার পাঁচপোতা হাইস্কুলের মাঠে বিজেপির নির্বাচনী সভাছিল। সভায় গিয়ে অসুস্থ পড়েন সুটিয়ার বাসিন্দা হারাধন বিশ্বাস। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ৭৭ বছরের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাফিলতির অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন কুণাল ঘোষ। আসানসোল কম্বলকাণ্ডের প্রসঙ্গ তুলে ট্যুইটে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারীকে নিশনা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, ‘গাইঘাটার সুটিয়ার পাঁচপোতা উচ্চ বিদ্যালয়ের মাঠে শুভেন্দু অধিকারীর কর্মসূচি মরণফাদে পরিণত হয়।জনসভার সময় একজন বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। এর আগে, মিঃ অধিকারী নিজেই স্বীকার করেছিলেন যে উপস্থিত ব্যক্তিরা অসহনীয় গরমে জল ছাড়াই ছিল।একটু যত্নশীল ও দায়িত্বশীল হলে এই মর্মান্তিক ঘটনা আটকানো যেত। বিরোধী দলনেতার অযোগ্যতা ও মানুষের নিরাপত্তা নিয়ে অবহেলার জন্য় আর কত প্রাণ যাবে?’                     


আসানসোলে বিজেপি কাউন্সিলরের কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের আবহে এবার বনগাঁয় শুভেন্দু অধিকারীর নির্বাচনী সভায় গিয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। সভায় অব্য়বস্থার ফলে মৃত্যুর অভিযোগ তুলেছে মৃতের পরিবার। শনিবার বিকেলে গাইঘাটার পাঁচপোতা হাইস্কুলের মাঠে বিজেপির নির্বাচনী সভা ছিল। সেই সভায় গিয়েছিলেন সুটিয়া বাসিন্দা বছর ৭৭-এর হারাধন বিশ্বাস। সূত্রের খবর, সেখানেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সভায় অব্য়বস্থার ফলে মৃত্যু, এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ মৃতের পরিবার। মৃতের মেয়ে কৃষ্ণা চৌধুরী বলেন, "তৃণমূল করেন, বিজেপির কেউ বুঝিয়ে সভায় নিয়ে গিয়েছিল। সভায় নিশ্চয়ই কোনও অসুবিধা হয়েছিল বলেই মারা গেছেন। থানায় জানিয়েছি।''                   


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?