লন্ডন: বর্তমান বিশ্বের সেরা বোলারদের মধ্যে পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) নাম একেবারে উপরের দিকে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার সকলেই দেখেছেন। এবার ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও বল হাতে আগুন ঝরালেন শাহিন। টি-টোয়েন্টি ব্লাস্টে নটিংহামশায়ারের (Nottinghamshire) হয়ে সুইংয়ে কুপোকাত করলেন বার্মিংহামের (Birmingham Bears) ব্যাটারদের।


নটিংহ্যামশায়ারের হয়ে গোটা টি-টোয়েন্টি ব্লাস্টেই দারুণ ফর্মে রয়েছেন শাহিন। ইতিমধ্যেই ২০টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। বার্মিংহামেরত বিরুদ্ধে তো ইতিহাসই গড়ে ফেললেন পাকিস্তানি ফাস্ট বোলার। ইনিংসের প্রথম বলেই ওয়াইডসহ মোট পাঁচ রান দেন তিনি। তবে তারপর দুই বলে অ্যালেক্স ডেভিস ও ক্রিস বেঞ্জামিনকে ফেরান তিনি। হ্যাটট্রিক নেওয়ার সুযোগ ছিল শাহিনের সামনে। সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি তিনি। দুই উইকেট নেওয়ার পরের দুই বলে ১, ১ রান খরচ করেন তিনি।


তবে নিজের ওভারের শেষ দুই বলে ফের একবার জ্বলে উঠেন শাহিন। ড্যান মাউসলিকে ক্যাচ আউট করার পর এবং এড বার্নাডের উইকেট ভেঙে দেন শাহিন। মোট চারটি উইকেট নেন তিনি। এর ফলেই নতুন ইতিহাস রচনা করে ফেলেন তিনি। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ওভারের চারটি উইকেটই সর্বকালের সর্বোচ্চ। তবে দুর্ভাগ্যবশত শাহিনের দুর্দান্ত স্পেলকে কাজে লাগাতে ব্যর্থ হয় নটিংহাম। সাত রানে চার উইকেট হারালেও ১৬৯ রান তাড়া করতে নেমে দুই উইকেটে ম্যাচ জিতে নেয় বার্মিংহাম।


 






রবার্ট ইয়েটস বার্মিংহামের ৬৫ রানের ইনিংস খেলেন। তিনি একদিক ধরে রাখেন। জেকাব বেথেল ২৭ ও জেক লিন্টটের ২২ রানের ইনিংস বার্মিংহামের জয় সুনিশ্চিত করে। এই ম্যাচের আগেই টানা পাঁচটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল। এই জয়ের সুবাদে বার্মিংহামের ঘরের মাঠে শেষ আটের ম্যাচ খেলাও নিশ্চিত হয়ে গেল। তবে ম্যাচ হারলেও, শাহিন আফ্রিদির পারফরম্যান্স কিন্তু সকলেরই নজর কেড়ছে। সোশ্যাল মিডিয়া শাহিনকে নিয়ে তোলপাড়। তিনি নিজের বাকি তিন ওভারে অবশ্য আর কোনও উইকেট পাননি। চার ওভারে ২৯ রান খরচ করে চার উইকেট নেন পাক বোলার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?