বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: গোটা বাংলা মেতেছে উৎসবের মরসুমে। তার মধ্যেও পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) পুজো উদ্বোধন (Durga Puja Inauguration) ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা (Political Tussle)। শাসকদলের নেতাদের হাতে একই পুজো উদ্বোধন হল দু’বার। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।অভিযোগ মানতে নারাজ তৃণমূল (TMC)।
পুজো উদ্বোধনেও ‘রাজনীতি’!
পুজো একটাই। তার দু’বার করে উদ্বোধন। প্রথমবার উদ্বোধন করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি। ঘণ্টা দু’য়েক পরে আবার উদ্বোধন করলেন তৃণমূলেরই তিন বিধায়ক। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে পুজো উদ্বোধন ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
চতুর্থীর সন্ধেয় প্রথমে পুজো উদ্বোধন করতে যান নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তার কিছুক্ষণ পরই ফের একবার উদ্বোধন করেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, প্রাক্তন মন্ত্রী ও তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, এবং মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী।
এক পুজোর দু’বার উদ্বোধনে রাজনৈতিক তরজা
এক পুজোর দু'বার উদ্বোধন। সেখানে তৃণমূল ‘বনাম’ তৃণমূল। ঘটনায় 'গোষ্ঠীদ্বন্দ্ব'-কটাক্ষ বিজেপির। নন্দকুমার পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সভাপতি দীননাথ দাস বলেন, 'আমাকে উদ্যোক্তারা ডেকেছিলেন, তাই আমি গিয়েছিলাম। ওঁরা অন্য অনুষ্ঠানে ছিলেন বলে নাকি তখন আসতে পারেননি।'
আরও পড়ুন: Weather Forecast: সপ্তমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বর্ষণ চলবে অষ্টমী-নবমীতেও
নন্দকুমারের পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস ও বিধায়ক সুকুমার দে’র দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। দীননাথ দাস নন্দকুমারে তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। সম্প্রতি তাঁকে সরিয়ে সভাপতি করা হয় শিবশঙ্কর বেরাকে। সেই নিয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করে, স্বজনপোষনের অভিযোগে নন্দকুমারের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
অন্যদিকে, পুজোয় ফের নিম্নচাপের ভ্রুকুটি। ঘূর্ণাবর্তের (Weather Forecast) জেরে নিম্নচাপের কারণে সপ্তমী, অষ্টমী এবং নবমী দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমীর দিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ ঘণ্টা এবং দুই মেদিনীপুরে (Weather Update)। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমীর দিন পূর্ব ও পশ্চিমে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। নবমীতে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের রবিবারের পর বৃষ্টি বাড়বে।