কলকাতা: "একজন বলেছেন, সময় হয়ে গেছে। বাংলায় বড় বড় ডাকাত-চোরদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ হবে।'' বঙ্গ-সফরে অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে শুভেন্দুর দাবিতে জোর জল্পনা। শুভেন্দুর কথার কোনও গুরুত্ব নেই, পাল্টা সৌগত। 


শুভেন্দুর দাবিতে জোর জল্পনা: এদিন শুভেন্দু অধিকারী বলেন, “কালকের মিটিংয়ের একটা কথা আমি বলতে পারি। গতকাল রাতে বৈঠকে একজন বলেছেন টাইম হো গিয়া। কিন্তু কে বলেছেন, আমি নাম করব না। অর্থাৎ পশ্চিমবঙ্গে বড় বড় ডাকাতরা, চোররা, পরিবারবাদ এবং তোষণবাদের আমদানি করা লোকেরা, তাঁদের বিরুদ্ধে আইন মেনে যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত আইন মেনে, সংবিধান মেনে তা করা হবে। আমার আশ্বস্ত। কালকের মিটিংয়ে খুব উৎসাহিত।’’                                                         


শুভেন্দুর মন্তব্যে কী প্রতিক্রিয়া সৌগতর?


'শুভেন্দুর কথার কোনও গুরুত্ব নেই,' পাল্টা সৌগত রায়। এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "শুভেন্দু অধিকারী একটা ফালতু লোক। আর শুভেন্দু অধিকারীর এসব কথা ফালতু কথা। এখন বলছে ডিসেম্বর না হলে জানুয়ারি। সংখ্যাগরিষ্ঠ সরকার আছে। তারাই থাকবে। ওঁরা নিজেদের দল সামলাক। তিন ভাগে বিভক্ত দল। এরকম দলকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে করতে পারবে না।''                                                                                        


মুখোমুখি অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়: কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে এদিন নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে মুখোমুখি হন অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে নবান্নের ১৪ তলায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ২০ মিনিট কথা হয় দুজনের। এরপর একসঙ্গেই নামেন নিচে। আর এদিনই শুভেন্দুর মন্তব্যে তৈরি হল জল্পনা। অন্যদিকে, মুরলীধর সেন লেনের পর এবার দিল্লিতে শাহি সাক্ষাতে সুকান্ত-শুভেন্দু। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে সুকান্ত-শুভেন্দুর বৈঠক। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে বৈঠক, জানালেন শুভেন্দু। 


আরও পড়ুন: Abhishek Banerjee: ‘যোগ্য প্রার্থী মনে করলে, ফোন করে জানান’ বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়