কলকাতা: এবার কি নতুন রাজনৈতিক দল গড়ে ভোটের ময়দানে নামছেন প্রশান্ত কিশোর? ভোটকুশলীর ট্যুইট ঘিরে এবার এমনই জল্পনা তুঙ্গে উঠল। 


কী লেখেছেন প্রশান্ত?



  • ‘গণতন্ত্রের অর্থবহ অংশ হয়ে ওঠার পথে অন্বেষণের ১০ বছর হতে চলল’

  • ‘এবার জনতার কাছে যাওয়ার সময় হয়েছে’

  • ‘জন সূরজের পথে আসবে মানুষের সুশাসন’

  • ‘শুরু হবে বিহার থেকে’ 




তৃণমূলের প্রতিক্রিয়া


প্রশান্ত কিশোরের এই ট্যুইট ঘিরে জল্পনা বেড়েছে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছিলেন, "এটি প্রশান্ত কিশোর মহাশয়ের একেবারেই নিজস্ব পদক্ষেপ। উনি ভবিষ্যতে কী করবেন সেটা ওঁর ব্যক্তিগত বিষয়। এর মাধ্যমে দল গড়ার কথা বলছেন না বিহারের মানুষকে সচেতন করার কথা বলছেন, সেটা মনে রাখতে হবে। উনি বিজেপি বিরোধিতা করেই কিন্তু বিহারে ওঁর রাজনৈতিক ইনিংস শেষ করেছিলেন। প্রশান্ত কিশোর কিন্তু নিজেও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওঁর দৃঢ় সম্পর্ক। কেবল রাজ্যের নয় দেশের নেত্রী হিসেবে মমতাকে দেখেন উনি।প্রশান্ত কিশোরের তৃণমূলে সহযোগিতা আছে এবং পরেও থাকবেন।" 


অন্যদিকে, বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "কত দল এদেশে হয়েছে আর কত দল কালের গতিতে সমাপ্ত হয়েছে সে হিসেব করলে বিশাল লিস্ট তৈরি হবে। কোন দলের হয়ে টাকা নিয়ে দালালি করা এক জিনিস আর জনগণের বিশ্বাস অর্জন করা আরেক জিনিস। এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাই না।"