কলকাতা: মিমির পরে অঙ্কুশ, বেটিং অ্যাপ মামলায় ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ। দিল্লির ED দফতরে এদিন অভিনেতা অঙ্কুশ হাজরাকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার সকাল ১১.৩০টায় ED দফতরে যান অঙ্কুশ, বেরোলেন রাত ৮টায়।
আরও পড়ুন, পড়ুয়াদের সামনেই স্কুলের প্রধান শিক্ষককে 'পেটালেন' তৃণমূল নেতা !
সূত্র মারফৎ খবর, 'কীভাবে এসেছিল বেটিং অ্যাপের প্রচারের টাকা? বেটিং অ্যাপের হয়ে প্রচারের জন্য কী ধরনের চুক্তি? কারা যোগাযোগ করেছিল, নগদে কি টাকা নিয়েছিলেন? অঙ্কুশের অ্যাকাউন্ট থেকে কি টাকা অন্য কোথাও পাঠানো হয়েছিল?' এদিনএকাধিক বিষয়ে অভিনেতাকে কেন্দ্রীয় এজেন্সির ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পাশাপাশি, তলব করা হলেও ED দফতরে এলেন না অভিনেত্রী ঊর্বশী রাউতেলা।
পাশাপাশি এদিন তলব করা হলেও আসেননি ঊর্বশী রাউতেলা। এছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। ২২ সেপ্টেম্বর রবীন উথাপ্পা এবং ২৩ তারিখে তলব করা হয়েছে যুবরাজ সিংকে। ২৪-এ অভিনেতা সোনু সুদকে ডেকেছে ইডি। মিমি চক্রবর্তীর পর অঙকুশ হাজরা। বেটিং অ্য়াপ সংক্রান্ত মামলায়, পরপর দু'দিনে ইডির জিজ্ঞাসাবাদের মুখে টালিগঞ্জের দুই চেনা মুখ। ইডি সূত্রে দাবি, এই মামলাতেই তাদের নজরে রয়েছে যুবরাজ সিং, রবীন উত্থাপ্পার মতো খেলোয়াড় এবং সোনু সুদের মতো অভিনেতা। সোমবার বেটিং অ্য়াপ-কাণ্ডে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা ধরে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালে দিল্লিতে ED-র সদর দফতরে হাজির হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সকাল ১১টা নাগাদ, আইনজীবীকে সঙ্গে নিয়ে ED দফতরে পৌঁছন অভিনেতা। সূত্রের খবর,সকাল ১১টার পর অঙকুশকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ED-র আধিকারিকরা। ED সূত্রে দাবি, বেআইনি এই বেটিং অ্য়াপের মাধ্য়মে টাকা নয়ছয় হয়েছে এবং বিদেশে গেছে। সেই লেনদেনের গতিপথই খুঁজে বারতে চাইছে ED। এই বেটিং অ্যাপের হয়ে একসঙ্গে প্রচার করেছেন অঙকুশ হাজরা এবং মিমি চক্রবর্তী।
ইডি সূত্রের দাবি, অঙকুশ হাজরার কাছে জানতে চাওয়া হয়, বেটিং বেআইনি জেনেও কেন এই অ্যাপের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন? তাঁর সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছিল? সেই চুক্তিপত্রও এদিন আনতে বলা হয়েছিল অভিনেতাকে। ইডি সূত্রে দাবি, অঙকুশের কাছে জানতে চাওয়া হয়. কারা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন? চুক্তি অনুযায়ী টাকা কোন অ্যাকাউন্ট থেকে তাঁর কোনও অ্যাকাউন্টে এসেছিল? অঙকুশ কি নগদে কোনও টাকা নিয়েছিলেন? টাকা ছাড়া অন্য কোনও সুযোগসুবিধা কি তিনি পেয়েছিলেন? অঙকুশের অ্যাকাউন্ট থেকে কি টাকা অন্য কোথাও পাঠানো হয়েছিল? এই বেটিং অ্য়াপ মামলার তদন্তেই মঙ্গলবার বলিউডের অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে তলব করা হয়। তবে তিনি আসেননি।