দুবাই: আইসিসি উইমেন্স ওয়ান ডে বিশ্বকাপের আগে ক্রমতালিকায় বিরাট উন্নতি করলেন স্মৃতি মন্ধানা। ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ওয়ান ডে ক্রমতালিকায় ব্যাটারদের মধ্য়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে অর্ধশতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই এই তালিকায় ন্যাট স্ক্রিভার ব্রান্টকে টেক্কা দিয়ে এক নম্বরে উঠে এসেছেন।
তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে ৬৩ বলে ৫৮ রান করেছিলেন স্মৃতি। নিউ চণ্ডীগড়ে প্রথম ওয়ান ডে ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। মোট সাতটি রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন বাঁহাতি এই ভারতীয় ওপেনার। ইংল্য়ান্ডের ক্যাপ্টেনের থেকে এই মুহূর্তে চার পয়েন্ট পিছিয়ে রয়েছেন স্মৃতি।
আর কিছুদিন পরেই দেশের মাটিতে মহিলা ওয়ান ডে বিশ্বকাপে খেলতে নামার কথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের।মন্ধানার ওপেনিং পার্টনার প্রতাকী আগরওয়াল রয়েছেন। তিনিও ক্রমতালিকায় এগিয়েছে। উন্নতি করেছেন হরলীন দেওলও।
ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ২৮১ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। টপ অর্ডার ব্যাটার রাওয়াল, মন্ধানা ও হরলীন অর্ধশতরানের ইনিংস থেলেছিলেন। কিন্তু বোলাররা রান আটকাতে পারেননি। অ্য়ালিসা হিলির দল জয় ছিনিয়ে নিয়েছে প্রথম ওয়ান ডে ম্য়াচে। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা। ৮৮ রানের ইনিংস খেলেন লিচফিল্ড।
ফের অধিনায়ক হিসেবে জয় রজত পাতিদারের
আইপিএল জমিতেছিলেন আরসিবি অধিনায়ক হিসেবে। এবার দলীপ ট্রফিতেও অধিনায়ক হিসেবে সাফল্য পেলেন রজত পাতিদার। যেখানে প্রথমে ব্যাট করে ১৪৯ রানে অল আউট হয়ে যায় দক্ষিণাঞ্চল । জবাবে মধ্যাঞ্চল রানের পাহাড় গড়ে । ৫১১ রান তোলে মধ্যাঞ্চল । দ্বিতীয় ইনিংসে ৪২৬ রান তোলে দক্ষিণাঞ্চল । ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে প্রয়োজনের রান তুলে নেয় মধ্যাঞ্চল । সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায়, দলীপ ট্রফি উঠছে মধ্যাঞ্চলের অধিনায়ক রজত পাতিদারের হাতে।
মধ্যাঞ্চলের স্পিনার সারাংশ জৈন ৫টি ও কুমার কার্তিকেয় ৪টি উইকেট নেন। সেই ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণাঞ্চল । বলের পাশাপাশি প্রথম ইনিংসে ব্যাটটাও ভাল করে মধ্যাঞ্চল । ৫১১ রান করে তারা। শতরান করেন অধিনায়ক রজত পাতিদার । ১৯৪ রান করেন আর এক ব্যাটার যশ রাঠৌর। মাত্র ৮ রানের জন্য ডাবল সেঞ্চুরি সুযোগ নষ্ট করেন তিনি। প্রথম ইনিংসে ৩৬২ রানের লিড পায় মধ্যাঞ্চল।