বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও আশাবুল হোসেন, কলকাতা: বেটিং অ্য়াপ মামলায় অভিনেত্রী এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর ডেকে পাঠানো হয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ঊর্বশী রাউতেলাকে। সূত্রের দাবি, গোয়েন্দারা জানতে চাইছেন, বেটিং অ্য়াপ বেআইনি জেনেও কেন তারকারা এর প্রচার করা হয়েছিলেন? তার জন্য় কত টাকা পেয়েছিলেন তাঁরা?
আরও পড়ুন, অসুখের নাম 'অন্ধকার'! Blue লাইনের সব মেট্রো স্টেশনে বন্ধ ডিসপ্লে, দেখা যাচ্ছে না ট্রেনের সময় সারণি
মিমি চক্রবর্তী, অঙকুশ হাজরা এবং ঊর্বশী রাউতেলা। না, একসঙ্গে কোনও ছবিতে নয়। কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্য়ানারে। সোমবারই প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা ধরে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকাল ১০.৫০ নাগাদ নথিপত্র এবং আইনজীবীকে নিয়ে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছে যান প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। সকাল ১১টা নাগাদ মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। রাত ৮টা নাগাদ ED অফিস থেকে বেরোন তিনি। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। শুধু অবশ্য় মিমি চক্রবর্তী নয়। এই একই মামলায় ED-র নজরে রয়েছেন অভিনেতা অঙকুশ হাজরা। মঙ্গলবার তাঁকে সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে। অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব করেছে ED. ED সূত্রে দাবি, এই বেটিং অ্য়াপের মাধ্য়মে টাকা নয়ছয় হয়েছে এবং বিদেশে গেছে। সেই লেনদেনের গতিপথই খুঁজে বারতে চাইছেন ED অফিসাররা। এজেন্সি সূত্রে দাবি, অফিসাররা জানতে চাইছেন, বেটিং অ্য়াপ বেআইনি জেনেও এই তারকারা কেন তার প্রচার করেছিলেন? এই প্রচারের জন্য় তাঁরা কত টাকা পেয়েছিলেন? সেই টাকা কীভাবে তাঁদের কাছে পৌঁছেছিল? এদিকে, দিল্লিতে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে যখন ED জিজ্ঞাসাবাদ করছে, তখন এরাজ্য়ে তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'দেখুন, আমি ওনাকে বলব যে, যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি গিয়ে, উনি যতটা জানেন, ততটা বলবেন। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্য়মে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে, আপনারা ভাল জানেন।' অন্য়দিকে, তৃণমূল আবার একটি ছবির প্রসঙ্গ টেনে ED-কে কটাক্ষ ছুড়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মিমি চক্রবর্তীকে ED-র তলব যেটা এটা তো আইনের বিষয়। আইন আইনের পথে চলবে। এই সময়েই হঠাৎ CBI-ED এদের ব্য়বহার করে, এভাবে ডেকে পাঠানো, আমার তো আবার অন্য়রকম মনে হচ্ছে যে, 'রক্তবীজ ২'-এর প্রোমোশন চলছে। 'রক্তবীজ ২'-তে মিমি নায়িকা। অঙ্কুশ হচ্ছে ভিলেন। এ তো শিবপ্রসাদ ওদের তো উচিত, প্রিমিয়ারে ED-কে আমন্ত্রণ জানানো। এর আগে এই বেটিং অ্য়াপ-কাণ্ডের তদন্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধবন এবং সুরেশ রায়নাকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সোমবার মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল ইডি। এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য় মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।মেসেজেরও উত্তর দেননি। ED-র তলব নিয়ে কিছু বলতে চাননি।