বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: ৬ ঘণ্টা পার, এখনও দিল্লির ইডি দফতরে মিমি। বেটিং অ্যাপ মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদকে এদিন তলব করা হয়। এদিন সকাল ১০.৫০ নাগাদ দিল্লির ইডি দফতরে হাজিরা দেন মিমি চক্রবর্তী বলে খবর।এদিকে দেখতে দেখতে ইতিমধ্যেই ৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, এখনও তাঁকে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Continues below advertisement

আরও পড়ুন, বাড়ির সামনে মদের আসর, প্রতিবাদ করায় 'খুন', এখনও কেন অধরা আততায়ীরা? সরব কংগ্রেস

Continues below advertisement

উল্লেখ্য, বেটিং অ্যাপ মামলায় কাল ঊর্বশী রাউতেলা-অঙ্কুশকেও তলব করা হয়েছে। কাল অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন পাঠানো হয়েছে। সূত্র মারফৎ খবর, 'বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য কত টাকা পেয়েছিলেন।  কত টাকা কীভাবে পেয়েছিলেন? বেআইনি জেনেও কেন প্রচার?' মিমি চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। 

ED-র দাবি, 1XBET-এর মতো বিতর্কিত বেটিং-অ্যাপগুলোর প্রচার ও প্রমোশনের জন্য, একাধিক তারকাকে ব্যবহার করা হয়েছে। বিপুল পরিমাণে অর্থের লেনদেনও হয়েছে। কিন্তু, সেই অর্থের উৎস কী?কীভাবে অর্থের আদানপ্রদান করা হয়েছে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এদিকে, এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সমালোচনায় সুর বিজেপি-র গলায়। পাল্টা ইডি-কে কটাক্ষ করেছে তৃণমূল।

কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এদের যে ছাপ লেগে আছে সেটাকে তো বহন করতেই হবে এবার। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, ওর আইনের বিষয়টা নিয়ে মিমির একটা সিনেমা রিলিজ করছে সেটা কে প্রমোট করে দিল ইডি। সিনেমা রিলিজ করার আগে তাকে নিয়ে এদিকে তো কিছুই পাবে না কিন্তু প্রমোট করে দিল শুধু, প্রমোটারের ভূমিকায় ইডি।

সূত্রের খবর, গত কয়েক বছর ধরে দেশ জুড়ে রমরমিয়ে চলছে এমন একাধিক বেটিং অ্যাপ। এই সংক্রান্ত একটি মামলায় কিছুদিন আগেই নোটিস পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না।ED-র দিল্লির দফতরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদেরকে।এবার সেই সংক্রান্ত মামলায় নোটিস পান অভিনেত্রী মিমি চক্রবর্তী। সব মিলিয়ে, নতুন করে চাপানউতর শুরু হল রাজ্য়ে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)