কলকাতা : আপনি কি অনলাইন ক্যাব বুক করে যাতায়াত করেন? তাহলে জেনে নিন আজকের পরিস্থিতি ।
অ্যাপ খুলে সার্চ করতে গিয়ে নয় পাওয়া যাচ্ছে না ক্যাবের দিশা, নইলে ঝটপট হয়ে যাচ্ছে ক্যানসেল। অথবা খুলছেই না কাঙ্ক্ষিত পেজ। অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে রীতিমতো নাজেহাল আজ যাত্রীরা। যদিও বা গাড়ি পাওয়া গেল, তো মাত্রা ছাড়া ফেয়ার !! প্রায় ২-৩ গুণ টাকা লাগছে । তারপরও যদিও ক্যাব মেলে , তাহলে যে আবার রাস্তায় ধর্মঘট সমর্থকদের বিক্ষোক্ষের মুখে পড়বেন না , তারও নিশ্চয়তা নেই। দেখা গেল, যে সব অ্যাপগুলি পরিষেবা দিচ্ছিল, সেখানে রাস্তা আটকে যাত্রীদের নামতে বাধ্য করা হয়। হয়রানির সম্মুখীন হন তাঁরা। এরপর যাত্রী হেনস্থা আটকাতে ধর্মঘট বিরোধী সংগঠনগুলি কিছু হেল্পলাইন চালু করে। এতে কিছুটা সুরাহা হলেও, দেখা যায় দিনভর অ্যাপ নির্ভর ক্যাবের অ্যাপও তেমন ভাবে গাড়ির হদিশ দিতে পারছে না। ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী।
চালকদের সঙ্গে কর্তৃপক্ষের দুর্ব্যবহারের অভিযোগে আজ ওলা, উবের পরিষেবা বয়কটের ডাক দিয়েছিল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সহ একাধিক সংগঠন ( West Bengal Online Cab Operator's Guild ) । সেই প্রতিবাদ কর্মসূচি চলছে। তবে তারই মধ্যে রাস্তাঘাটে দেখা গেল বেশ কিছু ক্যাব। টুকটাক ক্যাব ধরে যাতায়াতও করছেন যাত্রীরা। তবে রাস্তায় অনলাইন ক্যাবের সংখ্যা এদিন যথেষ্ট কমই। এরই মধ্যে বেঁধেছে নতুন অশান্তি। অন্যদিনের তুলনায় আজ শহরে অ্যাপ নির্ভর ক্যাবের সংখ্যা কম। নেতাজিনগর, টালিগঞ্জ সহ একাধিক এলাকায় হয়রানির শিকার হন যাত্রীরা। যাত্রী হয়রানি এড়াতে প্রতিবাদকারী সংগঠনগুলির তরফে চালু করা হয় হেল্পলাইন নম্বর।
অনলাইন ক্যাব রাস্তায় নামা নিয়ে শহরের একাধিক জায়গায় অশান্তির ঘটনাও ঘটেছে। রাস্তা আটকানো হয় রাস্তায় বেরনো অ্যাপ নির্ভর ক্যাবকে। কয়েক জাগায় গাড়ি ভাঙচুরও হয়েছে। আজ সন্ধে সাড়ে ৬ টায় রাসবিহারী মোড়ে উবার অফিসের সামনে গিল্ড তার দাবি গুলি নিয়ে সাংবাদিক বৈঠক করবে।