মুম্বই : করোনার তৃতীয় ঢেউয়ের অভিঘাত এখন অনেকটাই কম। তবে এখনও পর্যন্ত যে পরিমান আক্রান্তের হদিশ মিলেছে, তার অধিকাংশই ওমিক্রনে আক্রান্ত। একটা সময় অবধি মনে করা হচ্ছিল তৃতীয় ঢেউয়ের ৭০ থেকে ৮০ শতাংশ ছিল ওমিক্রনে আক্রান্ত। কিন্তু ইদানিং জিনম সিকোয়েন্সিং বলছে, মুম্বইয়ে করোনা আক্রান্তদের ৯৫ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।



সম্প্রতি জিনম সিকোয়েন্সিংয়ে পাঠানো ১৯০ টি স্যাম্পলের মধ্যে ১৮০টিতেই পাওয়া গিয়েছে ওমিক্রনের (Omicron) অস্তিত্ব । তিনজনের স্যাম্পলে পাওয়া গিয়েছে ডেল্টা Delta variant) , যা কিনা শতাংশের হিসেবে ১.৫৮ শতাংশ। বাকিদের ক্ষেত্রে ডেল্টা প্লাস ও করোনার অন্যান্য স্ট্রেনের (3.16 per cent) অস্তিত্ব মিলেছে। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation - BMC) এই খবর জানিয়েছে। যে ১৯০ রোগীর স্যাম্পল টেস্টিংয়ের জন্য যায়, তার মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২১ জনই আবার ওমিক্রনে আক্রান্ত ছিলেন। ডিসেম্বরে ২৮০টি স্যাম্পলের মধ্যে ২৪৮ টিই ওমিক্রনে আক্রান্ত বের হয়। বাকিরা অন্য ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। 

মুম্বইতে সোমবার ১৯২ টি নতুন COVID-19 আক্রান্তের হদিশ মিলেছে। মুম্বইয়ে করোনার কামড় এখন অনেক কম। তবে সকলকে সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছে BMC। 


ভারতে করোনা পরিস্থিতি : 



  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও সামান্য বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা।  

  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৪৬।  

  • দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ১১৩ জন।  

  • এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৩৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ৯২ হাজার ৯৪৩।  


আরও পড়ুন :


কোভিডকালে মানুষের পাশে থেকেছেন, এবার সংসদে সম্মানিত দেব, করলেন ট্যুইট