নয়াদিল্লি : তৃণমূল সাংসদ দেব (Actor Dev) আজ হাজিরা দিলেন নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে। তাঁকে গরু পাচার মামলার তদন্তে তলব করেছিল সিবিআই।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ৫ পাতার প্রশ্নমালা নিয়ে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।  
নির্ধারিত সময় সকাল ১১টার আগেই নিজাম প্যালেসে তৃণমূল সাংসদ পৌঁছে যান । গরু পাচার সংক্রান্ত মামলায় (Cattle Smuggling Case) একাধিক সাক্ষীর বয়ানে দেবের নাম পাওয়া যায় বলেই খবর সিবিআই সূত্রে। আর্থিক লেনদেনেরও অভিযোগ মিলেছে বলেই দাবি করে সিবিআই সূত্র। তবে কি দেবের হাত দিয়ে টলিউডেও ঢুকেছে গরু পাচারের টাকা? প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই


 



এরপর গরু পাচারকাণ্ডে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে তলব করে CBI। ১৪ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও তিনি হাজির হননি। সিবিআই সূত্রে খবর, গত বছর এপ্রিল মাসে গরু পাচারকাণ্ডে প্রথমবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। 


 




তার পরই সংবাদমাধ্যমে মুখ খোলেন সুকান্ত। বলেন, ‘‘আগেও বলেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তৃণমূলের সঙ্গে থাকলে এমনই হবে। তৃণমূল ভোটে জিততে পারে হয়ত, সে তো একসময় জ্যোতি বসুও জিততেন। কিন্তু এখন তাঁকে নিয়ে হাসি-ঠাট্টা হয়। তাঁর আমলের লোডশেডিং, ইংরেজি তুলে দেওয়া নিয়ে সমালোচনা হয় সর্বত্র। তৃণমূলেরও সময় আসবে। তখন এর থেকেও খারাপ অবস্থা হবে।’’ সুকান্ত আরও বলেন, । দেবের জন্য খারাপ লাগলেও, তৃণমূলে থাকার জন্যই তারকা অভিনেতাকে এ সবের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। 


রাজনীতিতে প্রতিপক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার পক্ষেই বারবর সওয়াল করে এসেছেন তিনি। রাজনীতিতে থাকলেও এ যাবৎ নিজের স্বচ্ছ ভাবমূর্তিই ধরে রেখেছিলেন তিনি। কিন্তু গরু পাচার মামলায়এ বার সেই অভিনেতা-সাংসদ দেবকেই তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।