সন্দীপ সরকার, কলকাতা: 'সকাল ৯টার মধ্যে হাসপাতালের বহির্বিভাগ (Swasthya Bhawan New Decision On OPD)চালু করতেই হবে',  সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা হাজার হাজার রোগীদের স্বার্থের কথা ভেবে এবার সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের। ঠিক হয়েছে, আউটডোর (OPD Of Government Hospitals) খুলেছে কিনা, সেটি সকাল সওয়া ৯টার মধ্যে এসএমএসের মাধ্যমে স্বাস্থ্য ভবনকে জানাতে হবে।পুরো বিষয়টি দেখার জন্য নোডাল অফিসার নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য় দফতর। এরফলে ওপিডি চালু করতে চিকিৎসকরাও সঠিক সময় হাসপাতালে আসবেন, মনে করছে স্বাস্থ্য প্রশাসন।


কেন সিদ্ধান্ত?
নির্দেশনামায় বলা হয়েছে, সরকারি হাসপাতালের আউটডোরে রোগীদের লাইন বাড়ছে। ভিড় বাড়ছে। পাল্লা দিয়ে পরিষেবা পেতে দেরিরও অভিযোগ বাড়ছে। এর ফলে সার্বিক ভাবে চিকিৎসা পরিষেবার মান খারাপ হচ্ছে। তাই এই সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের। নির্দেশনামায় স্পষ্ট জানানো হয়েছে, সকাল ৯টার মধ্যে সরকারি হাসপাতালের আউটডোর চালু করে দিতে হবে। কোন কোন বিভাগের কোন কোন চিকিৎসক আউটডোরে বসেছেন, সেই সমস্ত খুঁটিনাটি এসএমএস মারফৎ স্বাস্থ্য় ভবনে জানাতে হবে বলেও স্থির হয়েছে। এই তথ্য জানানোর দায়িত্বে থাকবেন এক জন নোডাল অফিসার। প্রত্যেকটি হাসপাতালে এমন নোডাল অফিসার ঠিক করার কথা বলা হয়েছে। সব মেডিক্যাল কলেজ-হাসপাতালের সুপার এবং জেলার মুখ স্বাস্থ্য আধিকারিকদের বলা হয়েছে, আগামীকাল থেকে এই নির্দেশ বলবৎ করতে হবে। একটি নোডাল ফোন নম্বরও দেওয়া হয়েছে। সেখানেই এসএমএস করে এই তথ্য দিতে হবে বলে খবর।


পরিবর্তন স্বাস্থ্য সাথী সংক্রান্ত নিয়মেও...
স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবাতেও কিছু নিয়মে বদল এল এদিন। বদল আনল রাজ্য সরকার। স্বাস্থ্য সাথীতে এবার এমার্জেন্সি অর্থপেডিক অপারেশনের নিয়মে কিছুটা রদবদল করা হয়েছে বলে জানা গিয়েছে। নয়া নিয়মে বলা হয়, দুর্ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে আনতে হবে রোগীকে। জমা দিতে হবে, দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি নথি তবেই বেসরকারি হাসপাতাল থেকে মিলবে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনের সুবিধা। অপারেশন করতে হবে সরকারি পোর্টালে আগে থেকে নথিভুক্ত অর্থোপেডিক সার্জেনকে। নথিভুক্ত সার্জেন অপারেশন না করলে মিলবে না স্বাস্থ্যসাথীর সুবিধা। অন্যদিকে, এর আগেও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী সংক্রান্ত দুর্নীতি ঠেকাতে, এবার নজরদারির উদ্যোগ নিল স্বাস্থ্য দফতরের। হাসপাতাল যে টাকা দাবি করে, তাতে কারচুপি আছে কিনা দেখতে তৈরি হল সার্ভেলেন্স টিম। কোনও হাসপাতালের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে।  


 আরও পড়ুন:স্কুটিতে চেপে কল্যাণী থেকে অযোধ্যা! রামমন্দিরে যজ্ঞের সাক্ষী বাংলার 'অসীম সাহসী' দুই বান্ধবী