কলকাতা: দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিটে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে দেশের রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে সবাই দুঃখ প্রকাশ করেছেন বুদ্ধবাবুর মৃত্যুতে।
নিজের এক্স হ্যান্ডেল থেকে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আচমকা প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁকে বেশ কয়েক বছর ধরে চিনতাম। তিনি যখন অসুস্থ ছিলেন তখন তাঁকে দেখার জন্য গত কয়েক বছরে আমি বেশ কয়েকবার তাঁর বাড়িতে গেছিলাম। শোকের এই পরিবেশে আমি মীরাদি ও সুচেতনাকে আন্তরিক সমবেদনা জানাই।
নিজের এক্স হ্যান্ডেলে আন্তরিক সমবেদনা ব্যক্ত করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে টুইট করেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। নিজের রাজনৈতিক কর্মজীবনে গত পাঁচ দশক ধরে মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি।
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইট করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত শোকাহত। বুদ্ধদের ভট্টাচার্য স্বর্গালোকের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তাঁর পরিবারের সদস্য ও গুণমুদ্ধদের জন্য আমার গভীর সমাবেদনা রয়েছে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করেন, বুদ্ধবাবু জনসেবার ক্ষেত্রে একজন পৃথিকৎ ছিলেন। ৫০ বছর ধরে তিনি বিধায়ক, মন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে একটি জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর সাধারণত্ব, বাংলা সাহিত্য ও সম্প্রদায়ের প্রতি অবদান চিরকালীন ছাপ রেখে গেছে।
পশ্চিমবঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের খবর। পাশাপাশি যে সমস্ত সাধারণ মানুষ ও শ্রমিকদের জন্য চিন্তা করেন তাঁদের জন্য একটা খুবই দুঃখ বিষয়। তিনি একাধারে ভালো প্রশাসক, সৎ মানুষ, আক্রমণাত্বক ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তাঁর মতো নেতার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত ক্ষতির।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।