কৌশিক গাঁতাইত, আসানসোল : ট্রেনের উপর ওভারহেডের তার পড়ে বিপত্তি। আটকে পড়লে ডাউন হাওড়া-বিকানের এক্সপ্রেস। আসানসোল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক ও কর্মীরা। তার মেরামতির কাজ শুরু হয়েছে। ট্রেন যাত্রীরা বলেন, আসানসোল স্টেশন থেকে ডাউন হাওড়া-বিকানের এক্সপ্রেস ছাড়ার পর হঠাৎই একটি বিকট শব্দ হয়। দেখতে পাওয়া যায়, ওভারহেডের তার ট্রেনের উপর পড়ে যায়।


সাম্প্রতিক অতীতের ট্রেন-ভোগান্তি-


গত অক্টোবর মাসে গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটে। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় (South Section) বিঘ্নিত হয় ট্রেন চলাচল। বজবজ ছাড়া, শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচলে বিঘ্ন থাকে।


সন্ধে সাড়ে ৭টা নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আপ লাইনে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। আপ লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউন লাইনে দু-একটি ট্রেন চলতে থাকে। শিয়ালদা তো বটেই দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতে হয় যাত্রীদের। কেউ কেউ অপেক্ষা করন ট্রেনের মধ্যেই। সব মিলিয়েই ভোগান্তির শিকার হন তাঁরা। দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিংয়ের মতো একাধিক ট্রেনের রুট রয়েছে। সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একমাত্র দক্ষিণ শাখার শিয়ালদা- বজবজ রুটে স্বাভাবিক ছিল পরিষেবা। 


গত ১৬ সেপ্টেম্বর শনিবার অফিস টাইমে দমদমে (Dumdum) আচমকাই লাইনচ্যুত হয়ে যায় একটি লোকাল ট্রেন (Local Train)। লাইনচ্যুত হয়ে যায় ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকাল। দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকালের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় দিনভর দমদম-মাঝেরহাট (ভায়া কলকাতা স্টেশন) রুটে ট্রেন পরিষেবা ব্যাহত ছিল। বেশ কয়েক ঘণ্টা পর ট্রেন চললেও, বেশিরভাগ ট্রেনই ছিল সময়ের থেকে দেরিতে। সপ্তাহান্ত হলেও এই ঘটনার ফলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েন।            


গত পরশু হাবরা এক নম্বর রেলগেট ভেঙে বিপত্তি ঘটে। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। পাশাপাশি সেদিন টেট (TET) পরীক্ষা থাকায় সমস্যায় পড়েন চাকরিপ্রার্থীরা। সূত্রের খবর, রেলগেট ভেঙে যাওয়ায় শিয়ালদা - বনগাঁ (Sealdah - Bongaon)শাখায় আপ এবং ডাউন ট্রেন এক ঘণ্টা বা তারও বেশি দেরিতে চলে। ছুটির দিন হলেও পরীক্ষা সহ গীতা পাঠের অনুষ্ঠান থাকায় সমস্যায় পড়েন ট্রেনযাত্রীরা।