সত্যজিৎ বৈদ্য, কলকাতা: গড়িয়ায় (Garia) ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় (South Section) বিঘ্নিত ট্রেন চলাচল। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচলে বিঘ্ন।                           


ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি: এদিন সন্ধেয় সাড়ে ৭টা নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আপ লাইনে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। আপ লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ। ডাউন লাইনে দু-একটি ট্রেন চলছে। শিয়ালদা তো বটেই দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অপেক্ষারত যাত্রীরা। কেউ কেউ অপেক্ষা করছেন ট্রেনের মধ্যেই। সব মিলিয়েই ভোগান্তির শিকার তাঁরা। দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিংয়ের মতো একাধিক ট্রেনের রুট রয়েছে। সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ। একমাত্র দক্ষিণ শাখার শিয়ালদা- বজবজ রুটে স্বাভাবিক রয়েছে পরিষেবা। রেলের তরফে জানানো হয়েছে, আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। 


গত ১৬ সেপ্টেম্বর শনিবার অফিস টাইমে দমদমে (Dumdum) আচমকাই লাইনচ্যুত হয়ে যায় একটি লোকাল ট্রেন (Local Train)। লাইনচ্যুত হয়ে যায় ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকাল। দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকালের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় দিনভর দমদম-মাঝেরহাট (ভায়া কলকাতা স্টেশন) রুটে ট্রেন পরিষেবা ব্যাহত। বেশ কয়েকঘণ্টা পর ট্রেন চললেও, বেশিরভাগ ট্রেনই ছিল সময়ের থেকে দেরিতে। সপ্তাহান্ত হলেও এই ঘটনার ফলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েন।                             


তার আগে গত ২৫ অগাস্ট রেললাইনে (Train Line) ধসের জেরে ব্যাহত হয় রেল চলাচল। শিয়ালদা (Sealdah)- বনগাঁ (Bongaon) শাখায় আপ লাইনে বন্ধ ট্রেন (Rail) পরিষেবা। ঘটনার দিন সকাল ৮ টা নাগাদ মসলন্দপুর ও হাবড়া স্টেশনের (Habra Station) মাঝে রেল লাইনে (Rail Line) ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় আপ লাইনের ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন বন্ধ থাকার কারণে ডাউন লাইনেও ব্যাহত রেল পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।                


আরও পড়ুন: Visva-Bharati University: বিশ্বভারতীর ফলকে ব্রাত্য় কবিগুরুর নাম, উপাচার্যের কৈফিয়ত তলব রাজ্য়পালের