পুরুলিয়া, সন্দীপ সমাদ্দার: মরণোত্তর পদ্মশ্রী ( Padma Shri 2024 ) সম্মান পাচ্ছেন বাংলার মুখোশ শিল্পী নেপাল সূত্রধর।পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদা গ্রামের বাসিন্দা নেপাল সূত্রধর পেশায় মুখোশ শিল্পী। তার সাথে সাথে ছৌ শিল্পীও ছিলেন তিনি। এবার তিনি পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন মুখোশ শিল্পী হিসাবে। 


' বাবা জীবিত থাকলে, আজ বেশি আনন্দ হত'


গত বছর নভেম্বর মাসে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বৎসর। তাঁর ছেলে কাঞ্চন সূত্রধর বলেন,' বাবা জীবিত থাকলে আজ বেশি আনন্দ হত।' নেপাল সূত্রধর  ১৫ বৎসর বয়স থেকে মুখোশ তৈরি করে আসছিলেন। মুখোশ ছাড়া তিনি একজন ছৌ নৃত্য শিল্পীও ছিলেন। তিনি পাঁচবারের বেশি বিদেশে যান। আমেরিকা, অকল্যান্ড, সাউথ আফ্রিকা গিয়েছেন। অনেক কর্মশালাতেও যোগ দেন তিনি। তার এই সম্মানে উৎসাহিত তার পরিবার। 


এই প্রথমবার ভাওয়াইয়া লোকগানের কোনও শিল্পী পদ্ম পুরস্কার পেলেন


অপরদিকে, কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া। এই গানের সুর আকাশে বাতাশে। এই প্রথমবার ভাওয়াইয়া লোকগানের কোনও শিল্পী পদ্ম পুরস্কার পেলেন। আর তাই স্বাভাবিক ভাবেই খুশি এই জেলার শিল্পী মহল।কোচবিহারের মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন। ছোট বেলা থেকেই ভাওয়াইয়া গানের হাতে খড়ি। ধিরে ধিরে শিল্পি হয়ে ওঠা। ১৯৯৭-৯৮ সালের রাজ্য ভাওয়াইয়া উৎসবে প্রথম স্থান অধিকার করেছিলেন । গত ৩০ বছরের বেশি সময় ধরে আকাশবানীর শিল্পী । বর্তমানে রেডিওর এ গ্রেড শিল্পী তিনি। দুই ছেলের মা গীতা। স্বামী মনরঞ্জন বর্মন পেশায় স্কুল শিক্ষক। বৃহস্পতিবার পদ্মশ্রী পাওয়ার খবর শুনেই উচ্ছ্বসিত তিনি। ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে । 


আরও পড়ুন, পারিবারিক বিবাদের' জের, নিউটাউনের আবাসনের ১০ তলা থেকে 'ঝাঁপ' গৃহবধূর..


বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন আরও কারা ?


উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরও সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র।  প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র। প্রজাতন্ত্র দিবসেই প্রদান করা হবে পুরস্কার। এবার সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে  ৫ জনকে। পদ্মভূষণ পাচ্ছেন  ১৭ জন, যার মধ্যে বাংলা থেকে রয়েছেন ৩ জন। পদ্মশ্রী প্রাপকদের তালিকাতে একধিক ক্ষেত্রে সম্মানিত হচ্ছেন পশ্চিমবঙ্গের বিশিষ্টরা। ১১০ জনের মধ্যে ১১ জন পদ্মশ্রী প্রাপক এরাজ্যের বাসিন্দা। ২০২৪-এ বাংলা থেকে পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপকে।