অযোধ্যা: হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রামমন্দির। প্রধানমন্ত্রী মোদি করেছেন শিশু-রামের প্রাণপ্রতিষ্ঠা। আর তারপর থেকেই দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ঢেউ এসে মিশেছে সরযূ নদীর পাড়ে। বিশ্বজুড়ে রামভক্তরা মন্দির উদ্বোধন ঘিরে উদ্বেল। 


রামের সবথেকে বড় ভক্ত মনে করা হয় বজরংগবলী হনুমানকে। বিশ্বাস করা হয়, যেখানেই রাম থাকবেন, সেখানে হাজির হবেন হনুমানজিও। দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলতেই সেখানে হঠাৎ হাজির এক হনুমান।   পরম ভক্ত হনুমানকে দেখে হকচকিয়ে যান দর্শনার্থীরা। কেউ কেউ আবার শ্রদ্ধায় কপালে জোড় হাত ঠেকিয়ে প্রণামও করেন। সেদিন ছিল আবার মঙ্গলবার। মনে করা হয় মঙ্গলবার হনুমান পুজোর বিশেষ দিন। সেইদিনই এমন  দৃশ্যের দেখে অভিভূত রাম ভক্তরা। অনেকেরই বিশ্বাস, স্বয়ং বজরংবলীই এসেছেন প্রভুরামকে দর্শন করতে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে এই কথা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।   


তাঁরা লিখেছেন, ' আজ শ্রী রাম জন্মভূমি মন্দিরে ঘটে যাওয়া একটি সুন্দর ঘটনার বর্ণনা - 
আজ বিকেল ৫টা ৫০ মিনিটে একটি হনুমান গর্ভগৃহের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করেছিল। সে ছুটে একেবারে রামলালার কাছে পৌঁছে যায়। বাইরে মোতায়েন নিরাপত্তা কর্মীরা এটা দেখে হনুমানটির দিকে দৌড়ে গিয়েছিল, পাছে হনুমানটির ধাক্কায় রামলালার মূর্তিটি পড়ে যায় ! কিন্তু পুলিশকর্মীরা তার দিকে ছুটে যেতেই সে শান্তভাবে গর্ভগৃহের উত্তর গেটের দিকে চলে যায়। গেট বন্ধ থাকায় সে আবার পূর্ব দিকের গেটের দিকে যায় এবং দর্শনার্থীদের ভিড়ের মধ্য দিয়ে কারও কোনও  অসুবিধা সৃষ্টি না করেই পূর্ব দিকের গেট দিয়ে বেরিয়ে যায় । '  






হনুমানটিকে রাম মন্দিরে দেখে ভক্তরা হকচকিয়ে গেলেও সবাই বিষয়টি ভক্তিভাবে উপভোগ করে। নিরাপত্তারক্ষীরাও বলতে থাকেন, স্বয়ং হনুমানজিই যেন প্রভু রামলালার দর্শনে এসেছেন। আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের রাষ্ট্রপতিকে আলিঙ্গন মোদির, একসঙ্গে রোড শো, যন্তর-মন্তর ভ্রমণ, দেখুন ছবি