কলকাতা: পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের খুন, এই ঘটনায় জঙ্গিদের 'সমর্থনে' এবার তৃণমূল বিধায়ক ! মালদার ভাষা-আন্দোলনের সভায় ,তিনি বলেন, 'জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে, জঙ্গিরা সব সময় পর্যটনকে সম্মান জানায়' । ব্যাকফুটে গেলেই এমন কিছু করে বিজেপি, মানুষের নজর ঘুরিয়ে দেয়'।
'জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে, জঙ্গিরা সব সময় পর্যটনকে সম্মান জানায়..'
সংসদের আলোচনার দিনই জমমু-কাশ্মীরের হারওয়ানে অপারেশন মহাদেব। সেনার গুলিতে পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গির মৃত্যু। আর এমনই এক দিনে তৃণমূল বিধায়ক সাবিত্রী বলেন, আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনওদিন পর্যটনকে মারে না। জঙ্গিরা সবসময় পর্যটনকে সম্মান জানায়। এই পর্যটনগুলিকে মারল কারা ? এখন অবধি তার তদন্ত পাবেন না। প্রতিদিন যত ফোর্স থাকে, সেই দিন তত Force ছিল না কেন ? এই সব তদন্ত বিজেপি করবে। আর তদন্ত করে নিজেদের মত ঢেকে দেবে। সমস্ত কিছু যখন ঘটনা ঘটে, যখন বিজেপি ব্যাকফুটে চলে যায়, তখন এমন একটা ঘটনা ঘটিয়ে নেয়, যে মানুষের মনকে ওইদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে।'
পহেলগাঁও হামলা ঘিরে এবার বড় প্রশ্ন তৃণমূল সাংসদের
অপরদিকে, এদিন পহেলগাঁও হামলার জন্য বড় প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, অবাক হওয়ার মতো বিষয় হল, এই সন্ত্রাসবাদী হামলাকারীরা কীকরে সেদিন ওখানে এল ? ৪ জন জঙ্গি সেখানে এসে, ২৬জনকে গুলি করে চলে গেল ?! আমাদের BSF কী করছিল ? আমাদের CISF কী করছিল ? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী করছিলেন ? গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ ? আজকে তাঁদের গাফিলতির জন্য, BSF -CISF এর গাফিলতির জন্য, ২৬ জন প্রাণ হারিয়েছেন। চার জন জঙ্গি হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল। আর আমাদের BSF-CISF জোয়ানরা বসে বসে দেখল। এত অপদার্থ হোম মিনিষ্ট্রি বোধহয় কখনও কেউ দেখেনি। এই যে সেনারা ছিল না, তার দায়-দায়িত্ব কে নেবে ? এর দায়-দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে। এর দায়-দায়িত্ব নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের কাছে, হাতজোড় করে ক্ষমা চান, যে আপনাদের গাফিলতিতে, ২৬ জন লোক মারা গেছে।'