ভোপাল : পহেলগাঁও হামলার ভিডিও দেখতে গিয়ে লাঞ্ছনার শিকার এই ভারতেই। তাও আবার ভরা লোকাল ট্রেনে। শুধু মারধর, গঞ্জনাই নয়, যুবককে ট্রেন থেকে ফেলে দেওয়ারও চেষ্টা করল দুই ব্যক্তি। ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ভোপালে।
ভোপাল থেকে ইন্দোরগামী যাত্রীবাহী ট্রেনে উঠেছিলেন ২৩ বছর বয়সী এক যুবক। তিনি ট্রেনে বসে পহেলগাঁও হামলা সংক্রান্ত একটি ভিডিও দেখছিলেন সিটে বসে। সেই সময় তাঁর দিকে ধেয়ে আসে দুই ব্যক্তি। যুবককে যারপরনাই গালিগালাজ করা হয়। লাঞ্ছিত করা হয় ট্রেনের মধ্যেই। সোমবার এই ঘটনায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।
অভিযোগকারীর দাবি, ট্রেনে বসে মোবাইল দেখছিলেন তিনি। সেই সময় পহেলগাঁও হামলা সংক্রান্ত একটি ভিডিও দেখছিলেন। সন্ত্রাসবাদী হামলা সংক্রান্ত একটি রিল দেখার সময় এগিয়ে আসে দুই ব্যক্তি। তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। তাদের দাবি ছিল,রিল দেখার সময় বারবার ওই যুবক তাদের দিকেই তাকাচ্ছিল। তাই বলেই তর্ক জুড়ে দেয় তারা। তারপর আক্রমণ করে। অভিযোগ, অভিযুক্ত দুজন তাঁকে চলন্ত ট্রেন থেকে বাইরে ঠেলে ফেলে দেওয়ারও চেষ্টা করে। জিআরপি স্টেশন হাউস অফিসার রশ্মি পাতিদার সংবাদমাধ্যম পিটিআইকে জানান, অভিযোগকারী যুবকের অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১১৮ (১) ধারায় ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক উপায়ে আঘাত করা, ধারা ২৯৬ অপব্যবহার, ধারা ৩৫১ অপরাধমূলক ভয় দেখানো সহ আরও কতগুলি ধারায় অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রেল পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযোগকারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে । ঘটনার ভিডিও এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। জিআরপি স্টেশন ইনচার্জ বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসানর ভ্যালিতে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় ২৬ জনের। যার মধ্য়ে রয়েছেন একাধিক বঙ্গসন্তানও। পুলওয়ামাকাণ্ডের পর কাশ্মীরে এটাই সবথেকে বড় জঙ্গি হামলা। উরি এবং পুলওয়ামাকাণ্ডের পর জঙ্গিদের বড় শিক্ষা দিয়েছিল ভারতীয় সেনা এবং বায়ুসেনা। ভারতবাসীর অপেক্ষা আবারও কি বড় কোনও বদলা নেবে ভারত? সব সময় সংবাদমাধ্যমে চোখ রাখছে সাধারণ মানুষ। এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে নানারকম বিশ্লেষণমূলক ভিডিও ও রিলে। এবার সেই রিল দেখতে গিয়েই রোষানলে ট্রেনযাত্রী। নিঃসন্দেহে আতঙ্কের।