বিজেন্দ্র সিংহ, পহেলগাঁও : শুক্রবারের পর শনিবারও উড়ল এক জঙ্গির বাড়ি । নরেন্দ্র মোদির প্রত্যাঘাতের হুঁশিয়ারির পরই অনন্তনাগ ও পুলওয়ামায় বিস্ফোরণে উড়েছে পহেলগাঁওয়ে হামলাকারী দুই জঙ্গির বাড়ি। হামলার তিনদিন পরও এখনও অবধি অধরা লস্কর জঙ্গি আদিল গুরি। বৃহস্পতিবার বিজবেহেরায় বৃহস্পতিবার নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তার বাড়ি।
গ্রেফতার হয়েছে দুই জঙ্গি
পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরই পাকিস্তান ও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে তীব্র হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই চূড়ান্ত অ্যাকশন মোডে ভারতীয় সেনা। ভেঁঙে গুঁড়িয়ে ফেলা হচ্ছে একের পর এক জঙ্গির বাড়ি। সূত্রের খবর, শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীর জুড়ে পৃথক বিস্ফোরণে লস্কর-ই-তৈবা র কমান্ডার সহ ৩ জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে। সোপিয়ান, কুলগাম এবং পুলওয়ামা জেলায় অত্যন্ত তৎপর নিরাপত্তা বাহিনী । লস্কর-ই-তৈয়বার জঙ্গি এবং পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সেনা। পহেলগাঁও হামলার পর কাশ্মীরজুড়ে চলছে সেনা অভিযান। কুলগামের থোকেরপোড়া থেকে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে দুই জঙ্গি। রাজৌরিতেও চলছে তল্লাশি অভিযান।
বিস্ফোরণে উড়ল লস্কর জঙ্গিদের বাড়ি
পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে উড়ল ওড়ানো হয়েছে লস্কর জঙ্গিদের বাড়ি। এই ৩ জনই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান। মতান্তরে ৫ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে। শুক্রবার রাতে পুলওয়ামার মুরানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় লস্কর-ই-তৈবার জঙ্গি এহসান-উল- হক শেখের বাড়ি। বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয় কুলগামের মাতালহামায় আরেক লস্কর জঙ্গি জাকির আহমেদ গণিয়ার বাড়িও। সোপিয়ানের চটিপোরায় আরেক লস্কর জঙ্গি শহিদ আহমেদ কুতেইয়ের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ত্রাল ও বিজবেহারায় দুই জঙ্গি আসিফ আহমেদ শেখ এবং আদিল গুরুর বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়।
পাকিস্তানের দিক থেকে শুরু হয় গোলাগুলি
অন্যদিকে, পহেলগাঁও হামলা, উধমপুরে এনকাউন্টারের পর ফের কাশ্মীরকে অশান্ত করে তোলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান । নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনার শুরু করেছে গুলিবর্ষণ। বিনা প্ররোচনায় মধ্যরাতে পাকিস্তানের দিক থেকে শুরু হয় গোলাগুলি। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।
এই পরিস্থিতিতে পহেলগাঁও হামলার পর বাড়ানো হচ্ছে বৈষ্ণোদেবীর দর্শনার্থীদের নিরাপত্তা।