কলকাতা: ব্যারাকপুরে সেনাবাহিনীর মধ্যে পাক চর? সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একইসঙ্গে চলবে সিআইডি তদন্ত। দেশের নিরাপত্তার স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

সেনাবাহিনীর মধ্যে পাক চর?                                               

ব্যারাকপুর ক্যান্টনমেন্টে ভারতীয় সেনার অন্দরে ঢুকে পড়েছে ISI-এর চর? চাঞ্চল্যকর অভিযোগ শুনে আশঙ্কা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এনিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। অভিযোগ, সম্প্রতি ব্যারাকপুরে সেনা শিবিরে দুই বহিরাগত ঢুকে পড়ে। ধৃতদের সঙ্গে ISI-এর যোগ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিষ্ণু চৌধুরী নামে এক ব্যক্তি ।মামলাকারী অভিযোগ করেছিলেন, পুলিশ ও প্রভাবশালী ও সেনা বাহিনীতে কর্মরতরা এই নিয়োগে যুক্ত। এই নিয়ে ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট জোগাড় করে দিচ্ছে। ভিন দেশ থেকে লোক এসে ফেক সার্টিফিকেট দিয়ে যোগ দিচ্ছে। জয়কান্ত কুমার, প্রদ্যুম্ন কুমার নামে দুই পাকিস্তানি এখনও সেনায় রয়েছে। বর্তমানে ব্যারাকপুরে কর্মরত তারা।  অভিযোগ, খড়দা থানা সার্টিফিকেট দিয়েছে। স্থানীয় কাউন্সিলরও তাদের সার্টিফিকেট দিয়েছে।                                 

মঙ্গলবার এই মামলায় আদালতে রাজ্য সরকার জানায়, অভিযোগ গুরুতর। তদন্তে নেমে সিআইডি বেশ কিছু তথ্য পেয়েছে। সেই তথ্য অনুযায়ী ইতিমধ্যেই কিছু পদক্ষেপ করেছে সেনা। উত্তরপ্রদেশ, বিহার, অসম-সহ বহু রাজ্যের যোগ আছে। ছাপাখানা চিহ্নিত হয়েছে। যেখানে ডমিসাইল সার্টিফিকেট-সহ জাল নথি ছাপা হয়।এরপরই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে। একইসঙ্গে সিআইডি তদন্ত চলবে। সেনা প্রয়োজনে রিপোর্ট দিতে পারে। সমস্ত পক্ষকে তদন্তে সহযোগিতা করতে হবে। পর্যবেক্ষণে বিচারপতি মান্থা বলেন,দেশের নিরাপত্তার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সিআইডি যে তদন্ত করছে তাতে অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে। কোনওভাবে যেন সেনার সঙ্গে সিবিআই বা সিআইডি-র সংঘাত না হয়। কারণ, এখানে মূল ঘটনা সেনার ভিতরে। সিবিআই ও সিআইডি-কে আগামী শুনানিতে তদন্তে অগ্রগতির রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা