কলকাতা : তিলোত্তমার বিচারের দাবিতে রাজপথে নেমেছেন নাগরিক সমাজ। একদিকে যখন জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তখন বিচারের দাবিতে সরব হয়েছেন বিভিন্ন পেশার মানুষ। সমস্বরে 'We Want Justice' স্লোগান তুলছেন তাঁরাও। আজও অভিনব প্রতিবাদ দেখল তিলোত্তমা। পাটুলি থেকে বেলেঘাটা, রাস্তায় যানজট না করেই বৃষ্টি মাথায় EM বাইপাস জুড়ে দীর্ঘ মানবশৃঙ্খল করলেন চিকিৎসক থেকে শুরু করে নার্স ও স্বাস্থ্যকর্মীরা। প্রতিবাদে নামলেন শিল্পী পল্লব কীর্তনিয়াও।


তিনি বললেন, "মানুষের উৎসাহ..We Want Justice ঠিক আছে। কিন্তু Justice-টা কী সেটা সম্পর্কে আমরা যেন স্বচ্ছতা না হারিয়ে ফেলি। কারণ যে অন্যায়টা হয়েছে যারা করেছে তাদের তো শাস্তি চাই, কিন্তু সেটাকে যাঁরা আড়াল করার চেষ্টা করেছেন...সেটা পুলিশ দফতর থেকে শুরু করে এবং পুলিশের মাথায় যাঁরা বসে আছেন তাঁরা সেটাকে প্রশ্রয় দিয়েছেন। প্রশ্রয় দিয়েছেন শুধু নয়, সন্দীপ ঘোষ যিনি আজ প্রধান অভিযুক্ত বলে মনে করা হচ্ছে...তাঁকে খানিকটা প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। এই ধরনের ব্যাপারগুলো যাঁরা করেছেন এবং আরজি করের ভাঙচুর...সেটা কারা করল এবং তাদের পিছনে যাঁরা আছেন...সমস্ত ব্যাপারটার পিছনে যাঁরা আছেন, তাদের যাঁরা মদত দিচ্ছেন তাঁদের কিন্তু ছাড়া যাবে না।"


আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চেয়ে এবার EM বাইপাসে মানববন্ধন। বিচার চেয়ে পথে নামলেন চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মীরা। বৃষ্টি মাথায় নিয়েই বেলেঘাটা থেকে পাটুলি পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করেন তাঁরা। হাতে হাত ধরে ন্যায় বিচারের দাবিতে স্লোগান তোলেন। দীর্ঘ এই মানববন্ধনের উল্লেখযোগ্য বিষয়, কোনও যানজট ছাড়াই শান্তিপূর্ণভাবে 'তিলোত্তমার' খুনের বিচারের দাবিতে সরব হন তাঁরা। এক আন্দোলনকারী স্পষ্ট ভাষায় বললেন, 'তদন্তে খুশি না। আসল দোষীদের এখনও গ্রেফতার করা হয়নি। তাই এই তদন্তে আমরা খুশি নই। আসল দোষীরা এখনও ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্য আমরা এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি।'


অপর একজন বলেন, "এই নারকীয় ঘটনার জন্য আজ আমরা পথে নেমেছি। আমরা বিচার চাই। আমার কন্যা-সম একজন ডাক্তারকে যেভাবে খুন করা হল, সবকিছু জেনেও আজ না জানার ভান করছে। তার প্রতিবাদ করতে আমি আজ রাস্তায় এসেছি। আমি একজন বয়স্ক মানুষ, কিন্তু ঘরে থাকতে পারলাম না।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে