আবির দত্ত, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায়, সোমবার সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি, এবং আরও দু-জন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে CBI। আর মঙ্গলবার তাঁদের আদালত চত্বরে দেখা মাত্রই ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশ।
কোর্টে ঢোকার আগে চোর চোর স্লোগান, বেরোতেই সপাটে চড়! আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড়। নিজাম প্যালেসের সামনে সন্দীপকে দেখেই চোর চোর স্লোগান। কোর্টে পেশের সময়েও সন্দীপকে দেখে আইনজীবীদের বিক্ষোভ।
ঠিক কী হল?
নিজাম প্যালেস থেকে আলিপুর, শোনা গেল চোর-চোর ও ধিক্কার স্লোগান। চড়ও মারা হয় সন্দীপ ঘোষকে। এদিন সন্দীপ ঘোষ সহ চারজন আদালতে পৌঁছনোর আগেই সেখানে ভিড় ছিল। ধৃতদের গাড়ি ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আদালতকক্ষে ধৃতদের ঢোকাতে রীতিমতো বেগ পেতে হয়। আদালতকক্ষের ভিতরেও চলে আইনজীবীদের বিক্ষোভ। এরপর আদালতকক্ষ থেকে সন্দীপ-সহ চারজনকে বের করার সময়েও, ফের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। স্লোগানের পাশাপাশি সন্দীপ ঘোষকে চড়ও মারেন একজন।
আরও পড়ুন, আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও ৩জন গ্রেফতার, কারা তাঁরা?
প্রায় ১৫০ ঘণ্টা জেরার পর গ্রেফতার হয় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ, দেহরক্ষী, মেডিসিন সাপ্লায়ার-সহ সন্দীপের ৩ ঘনিষ্ঠও গ্রেফতার। সন্দীপকে দেখেই কোর্টের বাইরে-ভিতরে আইনজীবীদের স্লোগান। 'যা তথ্যপ্রমাণ আছে, তা যাচাই করতে দীর্ঘ জেরা প্রয়োজন, জেরায় আরও জট খুলতে পারে, মিলতে পারে মূল অপরাধের সূত্র। যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দীপ ছাড়া বাকি ৩জন বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার', সন্দীপ ঘোষ-সহ ৪জনকে হেফাজতে চেয়ে সওয়াল সিবিআইয়ের। জামিন চাইলেন ৩ ঘনিষ্ঠ, চাইলেন না সন্দীপ ঘোষ। ৩ ঘনিষ্ঠ-সহ সন্দীপ ঘোষের ৮দিনের সিবিআই হেফাজত হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে