সোমনাথ দাস, প্রদ্যোৎ সরকার ও রঞ্জিৎ হালদার: বারুইপুরে মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপ। রাজি না হওয়ায় প্রার্থীর স্বামীকে বাইক থেকে নামিয়ে, মাঠে নিয়ে গিয়ে বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছেন কনকি হালদার। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্য়াহারে রাজি হননি ওই মহিলা প্রার্থী। তার জেরেই গতকাল তাঁর স্বামী প্রশান্ত হালদারকে তৃণমূলের ৪ দুষকৃতী বেধড়ক মারধর করে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
মনোনয়ন পর্ব মেটার পর এবার প্রত্যাহার-সন্ত্রাস। নদিয়ার চাপড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম প্রার্থীর পরিবারের ৫ জন হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই নিখোঁজ চাপড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সাহাজুদ্দিন শেখ। অভিযোগ, গতকাল এক সিপিএম কর্মীকে মারধরের প্রতিবাদ করায়, তৃণমূলের রোষের মুখে পড়ে বাম প্রার্থীর পরিবার। রাতে তৃণমূলের দুষকৃতীরা সিপিএম প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে মারধর করে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খুনোখুনি, বোমাবাজি, থেকে লেঠেল বাহিনীর দাপাদাপি। পঞ্চায়েত ভোটের প্রথম ল্যাপে, বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র পেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এবার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যও চাপ সৃষ্টির অভিযোগ উঠল বিভিন্ন জেলায়! কারও অভিযোগ, বিরোধী প্রার্থীদের ঘরে চডাও হয়ে শাসানো হচ্ছে! মারধর করা হচ্ছে, কোথাও অভিযোগ, বিরোধীদের ভয় দেখাতে গ্রামে বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে! এমনকি, গভীর রাতে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে চাপ সৃষ্টির অভিযোগ পর্যন্ত উঠেছে! প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে।
ASI, চন্দ্রকোণা থানা - কখন যাচ্ছে? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর এবং কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় সিপিএম এবং আইএসএফ কর্মীরা চাঞ্চল্যকর অভিযোগ করছেন। তাঁদের দাবি, গভীর রাতে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে তৃণমূল!
নদিয়ার চাপড়া ২ নম্বর পঞ্চায়েতে ২১২ নম্বর আসনের সিপিএম প্রার্থী সাহাজুদ্দিন শেখের শুক্রবার রাত থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করছে পরিবার। অভিযোগ, সিপিএম কর্মীকে মারধরের প্রতিবাদ করায় সাহাজুদ্দিনের বাড়িতে হামলা চালায় তৃণমূল। ৫ জন জখম!
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেলেগাছি পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপি প্রার্থী কনকি হালদার প্রার্থিপদ প্রত্যাহারে রাজি না হওয়ায়, তাঁর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়নপত্র পেশে 'বাধা'। মনোনয়নপত্র তুলতে 'চাপ'পঞ্চায়েত ভোটে সন্ত্রাস-তরজা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ৬ দিন, ৪ ঘণ্টা করে সময় দিয়েছিল কমিশন। শনিবার ছিল স্ক্রুটিনি। আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঠিক তার আগে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের ওপর মনোনয়ন প্রত্যাহারে চাপ সৃষ্টির অভিযোগ ঘিরে শুরু হয়েছে শোরগোল।