Panchayat Election 2023: গ্রাম বাংলা কোন দিকে ঝুঁকে ? কী উঠে আসছে জনমত সমীক্ষায় ?

Panchayat Election 2023 Update: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।

ABP Ananda Last Updated: 29 Jun 2023 11:32 PM
Panchayat Election : কোন দিকে ঝুঁকে দক্ষিণ ২৪ পরগনা ?

 ত্রিস্তরীয় পঞ্চায়েতের সর্বোচ্চ জেলা পরিষদের (zilla parishad) ভোটে কোন দিকে ঝুঁকে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সি ভোটারের ( C Voter) জনমত সমীক্ষা (Opinion Poll) বলছে, মোট ৮৫ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৫৭ থেকে ৬৭-র মতো আসন। বিজেপি পেতে পারে ১৪-২০টি আসন। বাম-কংগ্রেস এবং আইএসএফ মিলে পেতে পারে ৩-৭টি আসন। 

Panchayat Election 2023: জেলা পরিষদে কোন দিকে পাল্লা ভারী জলপাইগুড়িতে ?

জেলা পরিষদে (Zilla Parishad) জলপাইগুড়ির মোট আসন ২৪টি। সেখানে তৃণমূল পেতে পারে ১০ থেকে ১৪টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৯ থেকে ১৩টি আসন। কংগ্রেস ও বাম জোটের ঝুলিতে যেতে পারে ০-২টি আসন। তেমনটাই ইঙ্গিত C Voter-র জনমত সমীক্ষায়।

Panchayat Election 2023: কোন দিকে ঝুঁকে মুর্শিদাবাদ ?

ত্রিস্তরীয় পঞ্চায়েতের সর্বোচ্চ জেলা পরিষদের (Zilla Parishda) ভোটে কোন দিকে ঝুঁকে মুর্শিদাবাদ (Murshidabad)? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সি ভোটারের ( C Voter) জনমত সমীক্ষা (Opinion Poll) বলছে, মোট ৭৮ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩০ থেকে ৪০-র মতো আসন। বাম-কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৩-৪৩ টি আসন। বিজেপির ঝুলিতে পেতে পারে ২-৬টি আসন। 

Panchayat Election 2023: কোন দিকে ঝুঁকে দক্ষিণ দিনাজপুর ?

জেলা পরিষদে ২১ টি আসন দক্ষিণ দিনাজপুরে। সি ভোটারের জনমত সমীক্ষা জানাচ্ছে, ১১ থেকে ১৫ টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের দখলে। পাশাপাশি বিজেপির দখলে যেতে পারে ৫ থেকে ৯ টি আসন। বাম-কংগ্রেস জোটের দখলে শূন্য থেকে ২ টি আসন যেতে পারে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ১৮ টি আসনের মধ্যে সবকটিই গিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে। পরের বছরেই লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে বালুরঘাট কেন্দ্রে জিতেছিলেন বিজেপির প্রার্থী তথা গেরুয়া শিবিরের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Panchayat Election 2023: অনুব্রতহীন বীরভূমে কেমন হতে পারে তৃণমূলের ফল ? কী বলছে জনমত সমীক্ষার ফল ?

জেলা পরিষদে (Zilla Parishad) -বীরভূমে মোট আসন ৫২ টি। অনুব্রতহীন হলেও তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩৩ থেকে ৪৩ টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৮ থেকে ১৪ টি। কংগ্রেস ও বাম জোটের ঝুলিতে যেতে পারে শূন্য থেকে ৪ টি আসন। তেমনটাই ইঙ্গিত C Voter-র সমীক্ষায়। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে ৪২ টি আসনের সবকটিই গিয়েছিল ঘাসফুল শিবিরের ঝুলিতে। যা নিয়ে তৃণমূলের শীর্ষ স্তরের নেতাদের মধ্যেও শোনা গিয়েছিল আত্মসমালোচনার সুর।

Panchayat Election 2023: কোন দিকে ঝুঁকে কোচবিহার ?

জেলা পরিষদে (Zilla Parishad) - কোচবিহারে মোট আসন ৩৪ টি। যেখানে বিজেপি পেতে পারে ১৫ থেকে ১৯ টি আসন। তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১৩ থেকে ১৯ টি আসন। কংগ্রেস ও বাম জোটের ঝুলিতে যেতে পারে ১ টি আসন। তেমনটাই ইঙ্গিত C Voter-র সমীক্ষায়।


২০১৮ পঞ্চায়েত ভোটে  কোচবিহারে জেলা পরিষদের ৩৩ টি আসনের মধ্যে ৩২ টিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। অপর একটি আসন গিয়েছিল অন্যান্যদের দখলে। বিজেপি, বামফ্রন্ট বা কংগ্রেস, কেউই জেলা পরিষদে কোনও আসন জিততে পারেনি।

Panchayat Election 2023: তৃণমূল সরকারের পারফরম্যান্স কেমন? কী বলছে সি ভোটারের সমীক্ষা ?

তৃণমূল সরকারের পারফরম্যান্স কেমন? সি ভোটারের সমীক্ষকরা দেখেছেন, এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ বলেছেন, তৃণমূল সরকারের পারফরম্যান্স ভাল। ১৬ শতাংশ মানুষ বলেছেন, তৃণমূল সরকারের পারফরম্যান্স মাঝারি। ৪০ শতাংশ মানুষ বলেছেন, তৃণমূল সরকারের পারফরম্যান্স খারাপ। বলতে পারব না, জানিয়েছেন ৯ শতাংশ মানুষ।

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে সবচেয়ে বড় ফ্য়াক্টর কী ? কী বলছে জনমত সমীক্ষা ?

পঞ্চায়েত ভোটে সবচেয়ে বড় ফ্য়াক্টর কী ? কী বলছে জনমত সমীক্ষা ?


দুর্নীতি 25%
বেকারত্ব 21%
সরকারি প্রকল্প 9%
আইনশৃঙ্খলা 9%
পরিশ্রুত পানীয় জল 7%
রাস্তা/বিদ্য়ুৎ/নিকাশি 6%
মূল্য়বৃদ্ধি 5%
সরকারি শিক্ষা ও স্বাস্থ্য় পরিষেবা 4%
বলতে পারব না 14%


(সৌঃ C Voter)


উল্লেখযোগ্য বিষয় হল, বাংলার ভোটে বেশিরভাগ ক্ষেত্রেই বেকারত্ব থেকেছে সবথেকে বড় ইস্যু। এবারে সেটিকে ছাপিয়ে গিয়েছে দুর্নীতির ইস্যু।

Panchayat Election 2023: ভোটের বাকি আর ৯দিন, এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিঠির পাল্টা চিঠি!

ভোটের বাকি আর ৯দিন, এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিঠির পাল্টা চিঠি ! কবে আসবে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? জানতে চেয়ে ফের কমিশনের চিঠি। কবে আসবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিএসএফের আইজিকে কমিশনের চিঠি । 

Panchayat Election 2023: 'তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলবে, বিজেপিকেও সেই খেলাতে নামতে হবে' সবংয়ে বিজেপি নেতাকে খুনের অভিযোগ, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

সবংয়ে বিজেপি নেতাকে খুনের অভিযোগ, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। 'তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলবে, বিজেপিকেও সেই খেলাতে নামতে হবে', 'তখন কিন্তু বলতে পারবে না যে, বিজেপি আইনশৃঙ্খলা মেনে চলছে না', 'কমিশন ব্যবস্থা না নিলে এবার বিজেপিই বাধ্য হবে ব্যবস্থা নিতে', হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

Panchayat Election 2023: '২০১৮-র তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম', জানাল কমিশন

'২০১৮-র তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম', আদালতে পরিসংখ্যান-সহ হলফনামা পেশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। '২০১৮-তে ১ লক্ষ ৩৩ হাজার ৬৭৩ টি বৈধ মনোনয়নের মধ্যে ২৩ হাজার ৬১৯ টি প্রত্যাহার করা হয়েছিল, শতাংশের হিসাবে প্রত্যাহারের হার ছিল ১৭.৬৬ শতাংশ। '২০২৩-এ ২ লক্ষ ২৮ হাজার ১৫৮ টি বৈধ মনোনয়নের মধ্যে ২০ হাজার ৬১২ টি প্রত্যাহার করা হয়েছে, শতাংশের হিসাবে প্রত্যাহারের হার ছিল ৯.০৩ শতাংশ'। হলফনামায় জানাল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

Panchayat Election 2023:দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে 'গুলি'

দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে 'গুলি'। বাইকে করে যাওয়ার সময় 'গুলি', লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে হামলা

Panchayat Election 2023:নয়াগ্রামে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা। পদযাত্রা চলাকালীন স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের। শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান তৃণমূলের। পাল্টা শায়েস্তা করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

নয়াগ্রামে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা। পদযাত্রা চলাকালীন স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের। শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান তৃণমূলের। পাল্টা শায়েস্তা করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

Panchayat Election 2023:পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু। সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু। সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। 

Panchayat Election 2023: 'গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে', পঞ্চায়েতের আগে ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের

'গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে'। পঞ্চায়েতের আগে ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের। 'খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার, এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ,'যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক, হাইকোর্টের নির্দেশেও বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠেছে,প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে ভোট দিতে পারেন', শিলিগুড়িতে বিজেপি-সহ পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠকের পর মন্তব্য রাজ্যপালের। 'যেখানেই হিংসার ঘটনা ঘটবে, আমি সেখানেই আমি যাব', 'আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই'
মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। 

Panchayat Election 2023: মনোনয়ন পর্বে ভাঙড়ে বেলাগাম সন্ত্রাসের পরে আরাবুল-পুত্রে বোধোদয়!

মনোনয়ন পর্বে ভাঙড়ে বেলাগাম সন্ত্রাসের পরে আরাবুল-পুত্রে বোধোদয়! ভাঙড়জুড়ে ভোট-সন্ত্রাস, মনোনয়নের শেষ দিনে ৩জন খুন!ঘটনার ১১ দিন পর ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। 'কয়েকজন নেতৃত্ব হয়ত খারাপ ব্যবহার করেছেন, তাঁদের হয়ে ক্ষমা চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেননি, কর্মীরা ভুল করলে ক্ষমা করে দিন। আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি', আরাবুল-পুত্র হাকিমুলের ভিডিও ভাইরাল। আইএসএফ কর্মী খুনে এফআইআরে নাম রয়েছে হাকিমুল ইসলামের।

Panchayat Election 2023: মনোনয়ন পর্বে ভাঙড়ে বেলাগাম সন্ত্রাসের পরে আরাবুল-পুত্রে বোধোদয়!

মনোনয়ন পর্বে ভাঙড়ে বেলাগাম সন্ত্রাসের পরে আরাবুল-পুত্রে বোধোদয়! ভাঙড়জুড়ে ভোট-সন্ত্রাস, মনোনয়নের শেষ দিনে ৩জন খুন!ঘটনার ১১ দিন পর ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। 'কয়েকজন নেতৃত্ব হয়ত খারাপ ব্যবহার করেছেন, তাঁদের হয়ে ক্ষমা চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেননি, কর্মীরা ভুল করলে ক্ষমা করে দিন। আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি', আরাবুল-পুত্র হাকিমুলের ভিডিও ভাইরাল। আইএসএফ কর্মী খুনে এফআইআরে নাম রয়েছে হাকিমুল ইসলামের।

Panchayat Election 2023: সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূল নেতা

সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূল নেতা। গতকাল বাঁকুড়ার তালডাংরার বিবড়দায় পঞ্চায়েত ভোটের প্রচার সভা থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক অমিয় পাত্রকে নাম করে হুমকি দেন তালডাংরার তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায়। বাম আমলে সিপিএম কর্মীদের পরিবারের সদস্যদেরই শুধু চাকরি হত। তৃণমূল সেটা করেনি। দাবি তৃণমূল ব্লক সভাপতির। ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় প্রলাপ বকছেন, পাল্টা আক্রমণ সিপিএমের। 

Panchayat Election 2023: সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূল নেতা

সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূল নেতা। গতকাল বাঁকুড়ার তালডাংরার বিবড়দায় পঞ্চায়েত ভোটের প্রচার সভা থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক অমিয় পাত্রকে নাম করে হুমকি দেন তালডাংরার তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায়। বাম আমলে সিপিএম কর্মীদের পরিবারের সদস্যদেরই শুধু চাকরি হত। তৃণমূল সেটা করেনি। দাবি তৃণমূল ব্লক সভাপতির। ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় প্রলাপ বকছেন, পাল্টা আক্রমণ সিপিএমের। 

Panchayat Election 2023: নয়াগ্রামে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা, পদযাত্রা চলাকালীন স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের

নয়াগ্রামে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা। পদযাত্রা চলাকালীন স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের। এর আগে গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি করেন শুভেন্দু। পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর বাড়িতে যান শুভেন্দু।। গেলেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে। এই প্রার্থীকেই মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে । বিকেলে নন্দীগ্রামে জোড়া জনসভা করবেন শুভেন্দু।

Panchayat Election 2023: তৃণমূল কর্মী এবং নির্দল প্রার্থী ও তাঁর অনুগামীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র মালদার ইংরেজবাজারের নঘড়িয়া গ্রাম

তৃণমূল কর্মী এবং নির্দল প্রার্থী ও তাঁর অনুগামীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র মালদার ইংরেজবাজারের নঘড়িয়া গ্রাম। গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষ বাধে। ৮টি বাড়ি ভাঙচুর, দোকান লুঠ ও ২টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। ইংরেজবাজারের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের কাছেই কালিন্দি নদী। নদীর ওপারে নঘড়িয়া গ্রাম। এই গ্রাম পঞ্চায়েতের রাশ কার থাকবে তা নিয়ে দুই তৃণমূল নেতা জাহিদুল শেখ ও লাকি আলির মধ্যে বিবাদ। তৃণমূলের টিকিট না পেয়ে এবার নির্দল হিসেবে দাঁড়িয়েছেন লাকি আলির স্ত্রী। গতকাল এই নিয়েই দু’পক্ষের মধ্যে ধুন্ধুমার বাধে। আজ সকাল থেকে এলাকা থমথমে। চলছে পুলিশি টহল। 

Panchayat Election 2023: 'বোসের হাতে সুরক্ষিত নয় রাজভবন', আক্রমণে তৃণমূল, পাল্টা বিজেপি

ভোট হিংসা নিয়ে রাজ্যকে নিশানা রাজ্যপালের। বোসের হাতে সুরক্ষিত নয় রাজভবন। আক্রমণে তৃণমূল। রাজ্যপাল মানুষের পাশে, তাই আক্রমণ, পাল্টা দিলীপ।

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী, গেলেন বিজেপির জেলা পরিষদের বাড়িতে

পঞ্চায়েত ভোটের প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী। গেলেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে। এই প্রার্থীকেই মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে। গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি শুভেন্দুর। এরপর নয়াগ্রামেও শুভেন্দুর পদযাত্রা রয়েছে। বিকেলে ফিরবেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে, করবেন জোড়া জনসভা।

Panchayat Election 2023: 'মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম', আদালতে পরিসংখ্যান-সহ হলফনামা পেশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন

'২০১৮-র তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম', আদালতে পরিসংখ্যান-সহ হলফনামা পেশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। ২০১৮-তে ১ লক্ষ ৩৩ হাজার ৬৭৩ টি বৈধ মনোনয়নের মধ্যে ২৩ হাজার ৬১৯ টি প্রত্যাহার করা হয়েছিল। শতাংশের হিসাবে প্রত্যাহারের হার ছিল ১৭.৬৬ শতাংশ।' সব ফুটেজ সংরক্ষণ করা হবে এবং কমিশন নিজের হেফাজতে রাখবে, জানাল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা নিজে স্বাক্ষর করে জমা দিলেন হলফনামা।

Panchayat Election 2023: 'গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে', মন্তব্য রাজ্যপালের

'গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে', পঞ্চায়েতের আগে ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের। 'খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার। এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ।' মন্তব্য রাজ্যপালের


 

Panchayat Election 2023: 'গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে', মন্তব্য রাজ্যপালের

'গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে', পঞ্চায়েতের আগে ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের। 'খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার। এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ।' মন্তব্য রাজ্যপালের


 

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আবহেই তৃণমূল সরকার ফেলার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

পঞ্চায়েত ভোটের আবহেই এবার নতুন হুমকি শুভেন্দু অধিকারীর। ফের তৃণমূল সরকার ফেলার হুঁশিয়ারি দিলেন তিনি। টেনে আনলেন আগামী বছরের লোকসভা ভোটের প্রসঙ্গও। নিজেই নিজের জন্য় বেধে দিলেন নতুন টার্গেট। দিলীপ ঘোষের নেতৃত্বে গত লোকসভা নির্বাচনে রেকর্ড ১৮টা আসন পেয়েছিল বিজেপি। এবার শুভেন্দুর টার্গেট ৩৬টা আসন।

Panchayat Election 2023: তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংরেজবাজার

তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংরেজবাজার। ব্যাপক বোমাবাজি, একের পর এক বাড়ি ভাঙচুর, আগুন। গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষ। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। এলাকার রাশ হাতে রাখা নিয়ে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সংঘাত

Panchayat Election 2023: তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংরেজবাজার

তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংরেজবাজার। ব্যাপক বোমাবাজি, একের পর এক বাড়ি ভাঙচুর, আগুন। গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষ। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। এলাকার রাশ হাতে রাখা নিয়ে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সংঘাত।

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মুখে দলবদলের পরই, দিনহাটায় পুরনো মামলায় গ্রেফতার বিজেপির জেলা পরিষদ প্রার্থী

পঞ্চায়েত ভোটের মুখে দলবদলের পরই, দিনহাটায় পুরনো মামলায় গ্রেফতার বিজেপির জেলা পরিষদ প্রার্থী। দল টিকিট না দেওয়ায়, ১৫ জুন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছিলেন জেলা পরিষদ সদস্য তরণীকান্ত বর্মন। গতকাল তাঁকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, ২০১৯ সালে খুনের চেষ্টার মামলায় এই গ্রেফতারি। গতকাল থানায় যান কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় ও তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। পুলিশ ও সরকারি কর্মীদের কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা, অভিযোগ দিলীপের। আইন অনুযায়ী পদক্ষেপ, পাল্টা দাবি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে এবার নকল ব্যালট পেপার ছাপানোর  অভিযোগে সরব বিরোধীরা

ছাপ্পা ভোট! ভোট লুঠ! ভুয়ো ভোটার! ভোটের বঙ্গে চিরকালই অতি পরিচিত এই শব্দবন্ধগুলো। তার সঙ্গেই তেইশের পঞ্চায়েত ভোটের আগে জুড়ে গেল আরও এক নতুন শব্দ বন্ধ, নকল ব্য়ালটে ভোট! নকল ব্যালট পেপার ছাপানোর  অভিযোগে সরব বিরোধীরা। হেরে যাবে বলে গল্পের গরু গাছে তুলছে, পাল্টা কুণাল।

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের যুযুধান রাজনীতি চেহারা নিচ্ছে গৃহযুদ্ধের!

হিংসা, হানাহানির দাপটে পঞ্চায়েত ভোটের বাংলা এমনিতেই যেন কুরুক্ষেত্র! আর সেই যুযুধান রাজনীতি কোথাও কোথাও আবার গৃহযুদ্ধের চেহারা নিয়েছে! মহিষাদলে তৃণমূল আর বিজেপির প্রতীকে একে অপরকে কড়া চ্য়ালেঞ্জ ছুড়ছেন দুই জা। মথুরাপুরে পদ্মফুল আর জোড়াফুলের প্রতীকে একে অপরের বিরুদ্ধে লড়ছেন শ্বশুর ও জামাই। 

Panchayat Election 2023: কোচবিহারে অবিরাম সন্ত্রাস! গীতালদহে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই

তৃণমূল কর্মীর মৃত্যুর পরেও অশান্ত দিনহাটা। গীতালদহে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই। নাজিরহাটে আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামী। তাণ্ডব তুফানগঞ্জেও। 

প্রেক্ষাপট

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে, কোচবিহার (CoochBehar) যেন সন্ত্রাসের আঁতুরঘর। একের পর এক গুলি। বোমা। প্রাণহানি। ঝরছে রক্ত। মঙ্গলবার ভোরে দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হয়েছে এক তৃণমূল কর্মীর। রাতে পেটে গুলি লেগেছে তৃণমূল প্রার্থীর ভাইয়ের। আবার বুধবার দুপুরে শীতলকুচিতে তৃণমূলের কর্মসূচি লক্ষ্য় করে ফের গুলি চালানো হয় বলে অভিযোগ। কিন্তু বারবার কেন টার্গেট করা হচ্ছে কোচবিহারকে? 


৩৩ ঘণ্টায় ৩ বার! শুধুমাত্র দিনহাটাতেই ১৭ দিনে গুলি চলল ৬ বার! কোচবিহার যেন ভোট-হিংসার হটস্পট! পঞ্চায়েত ভোটের (Panchayt Election 2023) আগে, কোচবিহার জুড়ে শুধুই আগ্নেয়াস্ত্রের আস্ফালন! ১০ জুন থেকে ২৭ জুন, এই ১৭ দিনে ৬ বার দিনহাটার নানা প্রান্তে গুলি চলেছে। মঙ্গলবার মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে দু' দু বার গুলি চলেছে দিনহাটায়! 


বুধবার, শীতলকুচিতে গুলি চলার অভিযোগ উঠল ! তৃণমূলের (TMC) অভিযোগ, শীতলকুচির ডাকঘরা বাজার এলাকায় দলের প্রচার চলাকালীন, তাঁদের লক্ষ্য় করে ২ রাউন্ড গুলি চালায় বিজেপির বাইক বাহিনী। যদিও, সংঘর্ষ হলেও, পুলিশ সূত্রে দাবি গুলি চলেনি। কিন্তু কেন বারবার অশান্ত হচ্ছে কোচবিহার? ২০১৯-এর লোকসভা ভোটে কোচবিহার আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেন বিজেপিতে যোগ দেওয়া নিশীথ প্রামাণিক। তাঁকে অমিত শাহের ডেপুটি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেন নরেন্দ্র মোদি। ২০২১-এর বিধানসভা ভোটেও কোচবিহারে দাপট দেখায় বিজেপি। ৭টি আসন দখল করে গেরুয়া শিবির। মাত্র ২টি আসনে জেতে তৃণমূল। কিন্তু উপ নির্বাচনে ১ লক্ষ ৬৩ হাজার ভোটে জিতে দিনহাটা আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেন তৃণমূলের উদয়ন গুহ। তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তারপর থেকেই দুই হেভিওয়েটের দ্বৈরথে বারবার উত্তপ্ত কোচবিহার।


একদা কোচ রাজাদের রাজধানী কোচবিহার। বাকিংহাম প্য়ালেসের আদলে রাজবাড়ির জন্য় বিখ্য়াত। মদন মোহনের মন্দিরের আভিজাত্য়ের জন্য় সুপরিচিত। সেই কোচবিহারের এখন সন্ত্রাসের ভয়ে ত্রস্ত। 


অন্যদিকে, ২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮ টি সিট পেয়েছিল বিজেপি। এবার শুভেন্দু অধিকারী  টার্গেট বাধলেন ৩৬ আসনের। ৩ মাসের মধ্যে সরকারকে বিদায় দেওয়ার হুঙ্কার বিরোধী দলনেতার। পঞ্চায়েত ভোটের আবহেই এবার নতুন হুমকি শুভেন্দু অধিকারীর। ফের তৃণমূল সরকার ফেলার হুঁশিয়ারি দিলেন তিনি। টেনে আনলেন আগামী বছরের লোকসভা ভোটের প্রসঙ্গও। নিজেই নিজের জন্য় বেধে দিলেন নতুন টার্গেট। দিলীপ ঘোষের নেতৃত্বে গত লোকসভা নির্বাচনে রেকর্ড ১৮টা আসন পেয়েছিল বিজেপি।
এবার শুভেনদুর টার্গেট ৩৬টা আসন। আর তারপরই তৃণমূল সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি! সরকার ফেলার হুঁশিয়ারি দিতে গিয়ে অমিত শাহকেও টপকে গেলেন শুভেন্দু। 


এর আগেও শুভেনদু অধিকারী তিনটে তারিখ ঘোষণা করে রাজ্য় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন। এবার নতুন হুঁশিয়ারি তাঁর গলায়। ২০২৪ আসতে এখনও কয়েক মাস বাকি। তবে ১১ জুলাই আসতে আর বেশি দেরি নেই। ওই দিনই পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা। তাই সেদিন কার মুখে হাসি ফোটে, আর কে কার দিকে হুঙ্কার ছাড়ে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.