হুগলি ও পূর্ব মেদিনীপুর: বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর শুক্রবার থেকেই শুরু হয়ে গেল প্রচার। একাধিক জায়গায় দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল। হুগলির খানাকুলের ১ ব্লকের রামমোহন-২ গ্রাম পঞ্চায়েতে নিজে দেওয়াল লিখলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে একাধিক প্রশ্ন, একাধিক অভিযোগ করেছে বিরোধীরা। বিজেপিও নানা ইস্যুতে অভিযোগ করেছে। ট্যুইট করে তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কিন্তু জেলায় দেখা গেল প্রস্তুতিতে খামতি রাখছে না বিজেপি। চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙার ১১৯ নম্বর বুথে পঞ্চায়েত নির্বাচনের জন্য দেওয়াল লেখা শুরু করল বিজেপির।
শুরু মনোনয়ন পর্বের কাজ:
পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই শুরু মনোনয়ন। জেলায় জেলায় মনোনয়ন পর্বের কাজ শুরু। নন্দীগ্রামে মিছিল করে মনোনয়ন জমা দিচ্ছে বিজেপি। বাঁকুড়ার ২ নম্বর ব্লকে মনোনয়ন দিতে বিজেপি প্রার্থীদের লাইন। বহরমপুরে মনোনয়ন পেশ কংগ্রেস, সিপিএম, বিজেপির।
এদিনই কলকাতা হাইকোর্টে মামলা করেছে কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট পরিচালনা এবং অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার দাবি জানিয়ে মামলা করা হয়েছে। এদিনই শুনানি হাইকোর্টে।
পঞ্চায়েত ভোট ঘোষণার পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হল, তাতে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা। ১৫ তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, কেন দুপুর ৩টের মধ্যে জমা দিতে হবে? কেন রাত পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে না। নমিনেশনের সময় কমিয়ে সঙ্কট তৈরি করল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দিতে বিরোধীদের সময় লাগে। ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে। নির্বাচনে কংগ্রেস অংশ নিতে চায়, ভোটে অংশ নেওয়ার জন্য সময় দরকার। রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছেন রাজ্য নির্বাচন কমিশনার।'
প্রথম দিনেই সংঘর্ষ:
আর এদিকে মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। ভরতপুরের সালারে মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্লক সভাপতির অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ। দু-পক্ষের সংঘর্ষে আহত ৮।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী থেকে অনলাইন মনোনয়ন-একাধিক দাবিতে হাইকোর্টে কংগ্রেস