মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: ভোটে গণ্ডগোলের (Panchayat Poll Violence) জেরে অভিযুক্তদের জেল হেফাজতে পাঠিয়ে বিপাকে বিচারক। ৫ দিন ধরে বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাস বয়কটের অভিযোগ বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। এজলাস বয়কট ঘিরে দুর্গাপুর মহকুমা আদালতে চাঞ্চল্য।


ভোটগণনার দিন বিরোধী দলের কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের। মারধরের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল, যাঁদের মধ্যে অধিকাংশই তৃণমূল কর্মী। ধৃত তৃণমূলকর্মীদের (TMC) মধ্যে একজন দুর্গাপুর কোর্টের মুহুরি, নাম রতন মণ্ডল। ১২ তারিখে আদালতে তোলা হলে অভিযুক্ত রতনকে আদালত কর্মী বলে জামিনের আবেদন করা হয়। জামিনের আবেদন করা হয় অভিয়ুক্তর পক্ষ থেকে। আবেদনে কর্ণপাত করেননি বিচারক, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত হয়। ১৩ জুলাই থেকে এজলাস বয়কটের অভিযোগ দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের (Durgapur Bar Association) বিরুদ্ধে।