Sahara Refund Portal: সাহারা গ্রুপের আমানতকারীদের জন্য সুখবর। দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন বিনিয়োগকারীরা। সরকার চালু করছে সাহারা রিফান্ড পোর্টাল (Sahara Refund Portal)। 


Money : আজ থেকে কাজ শুরু 
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্মন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাতে সাহারা গ্রুপের চারটি সমবায় সমিতির প্রকৃত আমানতকারীদের জন্য পোর্টাল খোলা হবে।  Sahara Refund Portal-এ আবেদন করতে পারবেন বৈধ বিনিয়োগকারীরা। ইতিমধ্যেই বিনিয়োগকারীদের টাকা ফেরানোর এই পোর্টাল নিয়ে ট্যুইট করেছে মিনিস্ট্রি অফ কো-অপারেশন।


Investment: কী জানিয়েছে মন্ত্রক ?
ট্যুইটে মন্ত্রক জানিয়েছে, সাহারা গ্রুপের (Sahara Group) সমবায় সমিতির প্রকৃত আমানতকারীদের বৈধ দাবি জমা দেওয়ার জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছে। এখানে সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারায়ণ ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ও স্টারস মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে যারা টাকা রেখেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে।



Sahara Refund Portal: মোদি সরকারের প্রতিশ্রুতি পালন
কয়েক মাস আগেই সাহারায় বিনিয়োগকারীদের আটকে থাকা টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। সেই বিনিয়োগকারীদের আমানত ফেরত দেওয়ার প্রতিশ্রুতি পূরণের দিকে এগোচ্ছে কেন্দ্র। এই নিয়ে ট্যুইট করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে শাহ বলেছেন '' প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সমবায় মন্ত্রকের প্রতিশ্রুতি পালন করবে সরকার। সেই অনুযায়ী সাধারাণ মানুষের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়া হবে।"


Investment: ১০ কোটি বিনিয়োগকারীকে ৯ মাসের মধ্যে অর্থ ফেরত
২৯  মার্চ সরকার বলেছিল যে সাহারা গ্রুপের চারটি সমবায় সমিতির ১০ কোটি বিনিয়োগকারীকে ৯ মাসের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে। সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্ট থেকে সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজ (CRCS)-এর কাছে ৫০০০ কোটি টাকা ট্রান্সফারের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিল। সুপ্রিম কোর্টের আদেশের পরই এই ঘোষণা করেছে সরকার। 


সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সাহারা গ্রুপের সমবায় সমিতির প্রকৃত আমানতকারীদের বৈধ বকেয়াগুলি বিতরণের ব্যবস্থা করতে হবে সরকারকে।   সেই অনুযায়ী , 'সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্ট' থেকে ৫০০০ কোটি টাকা CRCS ফান্ডে ট্রান্সফার করা হবে।


সাহারার বিভিন্ন সমবায় সমিতিতে বিনিয়োগ করে টাকা আটকে যায় বহু মানুষের। কয়েক হাজার কোটি টাকা আটকে যায় আইনি জটিলতায়। সাহারা ইন্ডিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ ওঠে। এই মামলায় জেলে যেতে হয় সংস্থার মালিক সুব্রত রায়কে।


আরও পড়ুন : est Multibagger Stocks 2023: তিন মাসে দ্বিগুণ অর্থ, জেনে নিন এই মাল্টিব্যাগারগুলির নাম