বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (Nandigram) কি এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election) ফ্যাক্টর হয়ে উঠতে পারে নির্দল? নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদের ব্যানারে ভোটে লড়ছেন তৃণমূলেরই (TMC) প্রাক্তন পদাধিকারীরা। এমনটাই দাবি করেছেন উন্নয়ন পর্ষদের আহ্বায়ক। প্রত্যেকটা পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে নির্দল।এরই সঙ্গে, শুভেন্দুগড়ে (Suvendu Adhikari) বহু পঞ্চায়েতে প্রার্থী না দিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে বিজেপি (BJP)।
পঞ্চায়েতের আগে নন্দীগ্রামে কি বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ? এর প্রভাব কি সরাসরি পড়তে পারে পঞ্চায়েত ভোটে? নির্দলের নামে কি ফ্যাক্টর হতে পারে 'নন্দীগ্রাম আঞলিক উন্নয়ন পর্ষদ'? গ্রাম-বাংলার নির্বাচনের আগে, উঠছে এইসব প্রশ্ন।
পঞ্চায়েতে টিকিট না পেয়ে, নন্দীগ্রামে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ১৭ টি পঞ্চায়েতের ১৭ টি-তেই প্রার্থী দিয়েছে 'নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদ'। যেখানে রয়েছেন তৃণমূলেরই প্রাক্তন পদাধিকারীরা। এই উন্নয়ন পর্ষদের সদস্যদের তালিকায় নাম লিখিয়েছেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান, বিদায়ী জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রাক্তন অঞ্চল সভাপতিরা।
সব মিলিয়ে নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে অলিখিতভাবে কার্যত লড়াই হতে চলেছে তৃণমূলের সঙ্গে তৃণমূলের। নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদের প্রার্থী ও আহ্বায়ক শেখ আলমগীর হোসেন বলেন, 'আমরা ১৯৯৮ থেকে এই দলের জন্মলগ্ন থেকে সদস্য। ২০২১ থেকে দেখতে পাচ্ছি স্বজনপোষণ, দুর্নীতি নিয়ে দল পরিচালিত হচ্ছে। চোর তাড়াও গ্রাম বাঁচাও স্লোগানের মধ্যে দিয়ে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার আহ্বান নিয়ে নন্দীগ্রাম আঞ্চলিক পর্ষদের ব্যানারে যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়েছি, তাতে আগামীদিনে আমরা এই নির্বাচনটাকে আঞ্চলিক পর্ষদের মধ্যে দিয়ে পঞ্চায়েত দখল করতে চাইছি।'
এদিকে, তাৎপর্যপূর্ণভাবে, নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনে একটিতেও প্রার্থী দেয়নি বিজেপি। বরং ১০ টি আসনে জোট করে প্রার্থী দিয়েছে বাম-কংগ্রেস। এখানেই তৈরি হয়েছে নতুন জল্পনা। তবে কি শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় অন্তত এবারের পঞ্চায়েত ভোটে নির্দলকেই সমর্থন করছে বিজেপি?
যদিও এতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তবে কি এবার পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে নতুন কোনও 'খেলা' হতে চলেছে? তৈরি হয়েছে জল্পনা।
আরও পড়ুন, ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন