কলকাতা: শুরু হল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন পর্বের প্রথম দিনেই নন্দীগ্রামের হরিপুরে মনোনয়ন ঘিরে উত্তেজনা। মিছিল করে মনোনয়ন দিতে আসা বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ভরতপুরে উত্তেজনা। মনোনয়ন পর্বের প্রথম দিনেই শাসক শিবিরে অশান্তি। বিধায়ক অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি অনুগামীদের সংঘর্ষ, আহত দু'পক্ষের ৮।
প্রথম দিনেই দিকে দিকে অশান্তি: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) দিন ঘোষণার পর ২৪ ঘণ্টাও পেরোলো না, ঝরল রক্ত। আর এটাই ফের একবার প্রশ্ন তুলে দিল। আদৌ শান্তিপূর্ণভাবে হবে ২০২৩-এর গ্রাম বাংলার ভোট? না কি আঠেরোর অ্যাকশন রিপ্লে দেখতে হবে রাজ্যবাসীকে? কোথাও মনোনয়ন জমা দিতে পুলিশের সঙ্গে বচসায় জড়াল বিজেপি।বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ঢিল। তো কোথাও তৃণমূলের হাতেই রক্ত ঝরল তৃণমূলের।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্য়ে ১৪টি ও তিনটি পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। আগে থেকেই বিডিও অফিসের সামনে ব্য়ারিকেড করেছিল পুলিশ। টেঙগুয়া থেকে দলবল নিয়ে মিছিল করে যখন বিজেপি প্রার্থীরা বিডিও অফিসের সামনে পৌঁছয়, পুলিশ তাঁদের আটকালে শুরু হয় আঙুল উচিয়ে তর্কাতর্কি! বচসা।মনোনয়ন জমার আগে শুক্রবার সর্বদলীয় সভার আয়োজন করা হয়, মুর্শিদাবাদের ভরতপুর ২ নম্বর ব্লক অফিসের। অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি, নিজেদের অনুগামীদের নিয়ে উপস্থিত ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ও ভরতপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান। জেলার রাজনীতিতে যাঁরা পরস্পরের বিরোধী বলেই পরিচিত। বৈঠক শেষে আচমকা তাঁদের অনুগামীদের মধ্য়ে সংঘর্ষ বেধে যায়। বেধড়ক মারধরে আহত হন দু'পক্ষের ১৫ জন। বাঁকুড়ার কোতুলপুরে দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়নের জন্য বিডিও অফিসে যান স্থানীয় বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, বেরোনোর সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেয় চোর স্লোগান।
আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান