লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দল। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন জঘন্যভাবে উইকেট ছুড়ে আসা মানা যায় নাকি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৫১/৫। ফিরে গিয়েছেন রোহিত, গিল, কোহলি, পূজারা। তার মধ্যে অফস্ট্যাম্পের বাইরের বল ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে প্য়াভিলিয়নে ফিরেছেন গিল ও পূজারা। যা দেখে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বিশেষ করে অভিজ্ঞ পূজারার আউট কোনওভাবেই মেনে নিতে পারছেন না এই প্রাক্তন অলরাউন্ডার। 


এই মুহূর্তে হিন্দিতে ধারাভাষ্য দিতে ওভালেই রয়েছেন শাস্ত্রী। সেখানেই পূজারার আউট হওয়ার পর তিনি বলে ওঠেন, ''গিল এখনও তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডের পিচে প্রচুর ম্যাচ খেলেনি। এই ভুল থেকে ও শিক্ষা নেবে। কিন্তু পূজারা? ওর থেকে এমন শট সিলেকশন আশা করা যায় না। কোন বলটা ছাড়তে হবে, কোনটা খেলতে হবে, এটা খুব ভাল করেই বোঝা উচিত ওর। আমি নিশ্চিত এই ধরণের আউট হয়ে পূজারা ভীষণ হতাশই হবে।''


উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটাররা যখন আইপিএল খেলতে ব্যস্ত ছিলেন, তখন টেস্টের প্রস্তুতিতে কাউন্টি খেলতে ইংল্যান্ডে চলে এসেছিলেন পূজারা। দীর্ঘ কয়েক মাস ধরে ইংল্যান্ডেই রয়েছেন তিনি। কাউন্টিতে পারফরম্যান্সও বেশ ভাল সাসেক্সের হয়ে। কিন্তু গতকাল যেভাবে বোল্ড হলেন গ্রিনের বলে, তা একদমই পূজারাসুলভ নয়। বল জাজমেন্ট করতে না পেরে ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু গ্রিনের বল অফস্ট্যাম্পের বেল নারিয়ে দেয়। মাত্র ১৪ রান করেন পূজারা। ঠিক এর আগে স্কট বোল্যান্ডের বলে ঠিক এভাবেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল। তিনি ১৩ রান করে আউট হন।


পূজারা এই নিয়ে তৃতীয়বার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। ফলে তাঁর মত অভিজ্ঞ ব্যাটারের থেকে শট নির্বাচন যে নিঁখুত হবে, তার আশা করাই যায়। শাস্ত্রী বলছেন, ''সামনের পা সবসময় বলের দিকে যাওয়া উচিত। প্রথমে পূজারা বলটা খেলতে চেয়েছিল, পরে সিদ্ধান্ত নেয় যে বল ছেড়ে দেবে। কিন্তু এমনভাবে ছাড়তে গিয়ে যে অফস্ট্যাম্প পুরো খুলে দিয়েছিল সে। হয়ত পূজারা ভেবেছিল যে কিপারের কাছে বল চলে যাবে, কিন্তু বলের লাইন ঠিকভাবে নির্ধারণ করতে পারেনি সে।''


উল্লেখ্য, দ্বিতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে (২৯) ও কে এস ভরত (৫)। এখনও প্রথম ইনিংসে অজিদের থেকে ৩১৮ রান পিছিয়ে রয়েছে ভারত।