উজ্জ্বল মুখোপাধ্যায়, বজবজ : ভোটের আগেই বজবজে (Budge Budge) 'বিজয় উৎসব'! ৩ দিনে ৩০ প্রার্থীর মনোনয়ন (Nominination Filing), সব তৃণমূলের (TMC)। মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আবীর খোলা, মিষ্টি বিলিতে মাতলেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। বিডিও অফিসের বাইরে বেরিয়ে তৃণমূল কর্মীদের দাবি, 'এমন উন্নয়ন হয়েছে যে বিরোধীরা মনোনয়নই দিতে পারবে না।'


মনোনয়ন ঠিক কতদিন দেওয়া যাবে, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ কবে চূড়ান্ত হবে তা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলছে মামলা। এখনও পরিষ্কার হয়নি সেই চিত্র। এর মাঝেই মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এর মাঝে মনোনয়ন জমা দেওয়ার পরই কীভাবে জয়োৎসব ? জানতে চাইলে বজবজের তৃণমূল কর্মী-সমর্থকদের বক্তব্য, আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক। সঙ্গে আমরা এও জানি, জিতব আমরাই।


স্থানীয় বিডিও জানিয়েছেন, গত দু'দিনে কোনও মনোনয়ন জমা পড়েনি। এদিন ৩০ টি মনোনয়ন জমা পড়েছে। সবকটিই তৃণমূলের। কোনও অশান্তির খবর বা অভিযোগ আমাদের কাছে আসেনি। যে ঘটনাক্রম নিয়ে সিপিএম (CPM) নেতা শমীক লাহিড়ি বলেছেন, 'উন্নয়ন সত্যিই ওখানে দাঁড়িয়ে। ভিডিও প্রমাণ রয়েছে যে পিস্তল হাতে ওখানে তৃণমূলের লোকরা দাঁড়িয়ে রয়েছে। বেছে বেছে লোকদের বিডিও অফিসের দিকে যেতে দেওয়া হচ্ছে।' সমালোচনা করেছে বিজেপিও।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) খাসতালুকে বিজয় উৎসবের মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে জয়ধ্বনিও দিতে দেখা যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের। বিডিও অফিসের ঠিক বাইরে শ'খানেক সমর্থক জড়ো হয়ে জয়ের উৎসবে মাতেন। প্রসঙ্গত, আদালতের নির্দেশ, মনোনয়ন জমা দেওয়ার এলাকার ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। যদিও বিডিও অফিসের ঠিক বাইরে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত। বিজয়োল্লাস। যে প্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক অশোক দেব জানিয়েছেন, মনোনয়ন যেখানে জমা হচ্ছে, সেই বিডিও অফিস এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। যদিও সেই এলাকার বাইরে তা জারি নয়। 


আরও পড়ুন- কোথাও 'মাথা ফাটল বিজেপি নেতার', কোথাও কংগ্রেস প্রার্থীকে 'মার', দিকে দিকে অশান্তি আজও


এদিকে, পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব আদালতের। ১৫ জুন থেকে ২১ জুন হোক মনোনয়ন পেশ, ২৩ জুন সকুটিনি, ২৬ জুন মনোনয়ন প্রত্যাহার ও ১৪ জুলাই হোক নির্বাচন। প্রাথমিক প্রস্তাব আদালতের।



আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম