গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : বঙ্গে ভোটপর্ব মিটেছে। কিন্তু হিংসা, সন্ত্রাস থামার এখনও যেন নাম নেই। সঙ্গে নেই যেন বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের সারি থামারও লক্ষ্মণ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফল ঘোষণার দিন পাঁচেক পরেও রাজ্যে একাধিক জেলা থেকে উদ্ধার হয়ে চলেছে বোমা ! আবার উল্টোদিকে ভোট পরবর্তী হিংসার জেরে অর্থ থেকে প্রাণহানি, জারি রয়েছে সবই। গ্রাম বাংলার ভোটে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ানোর খেসারত যেমন দিতে হয়েছে নিতুশ্রী দাস অধিকারীকে।
অভিযোগ উঠেছে, বিজেপি প্রার্থীর পুকুরে বিষ ঢেলে মেরে ফেলা হয়েছে কয়েক কুইন্টাল মাছ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সাগরে। সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন নিতুশ্রী দাস অধিকারী। অভিযোগ, সকাল দশটা থেকে অধিকারী বাড়ির পুকুরে কাতলা, রুই সহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠতে থাকে। প্রায় ৫ কুইন্টাল মাছ মারা গিয়েছে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীর শাশুড়ি। পুকুরে বিষ ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সাগর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিভিন্ন কারণে মাছের মড়ক হতে পারে। তার জন্য তৃণূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি প্রার্থীর পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে গোটা ঘটনার।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট মিটে গেলেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হিংসা-মারামারির খবর এখনও আসছে। একাধিক জায়গাতেই বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলেই শাসকদলের বিরুদ্ধে তাঁদের অভিযোগ।
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial