কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: যুব তৃণমূলের (TMC) রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh) সম্পর্কে ফেসবুকে (Facebook) কুরুচিকর মন্তব্য করায়, পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসিতে গ্রেফতার বিজেপি (BJP) প্রার্থী।                             

  


জানা গিয়েছে, ধৃত সঞ্জয় হালদার গলসির আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে লড়ছেন। বৃহস্পতিবার গলসিতে নির্বাচনী সভা করেন সায়নী। অভিযোগ, ওই দিনই ফেসবুকে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী। গতকাল তাঁকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। ধৃত বিজেপি প্রার্থীর ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।             


অভিযোগ, সঞ্জয়ের ‘দুকুল হালদার’ নামে ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। বৃহস্পতিবার সেই অ্যাকাউন্টে বিতর্কিত পোস্ট করা হয়। প্রসঙ্গত, গলসি-২ ব্লকের আদরাহাটি গ্রাম পঞ্চায়েতের আদরা গ্রামের ৪ নম্বর আসনে বিজেপি প্রার্থী সঞ্জয়। 


এক তৃণমূল নেতা সঞ্জয়ের ওই পোস্টের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করে। এরপর ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয় তাঁকে, এমনটাই জানা যাচ্ছে। 


প্রসঙ্গত, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বর্ধমান দু'নম্বর ব্লক থেকে প্রচার শুরু করেন সায়নী। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের প্রচারে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রার্থীদের নিয়ে জনসংযোগ করেন। তারপর গোবিন্দপুর মুক্তমঞ্চে জনসভা করেন তিনি। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে তিনি নিশানা করেন সিপিএমকে। তিনি বলেন, ৩৪ বছর তো সিপিএমকে সুযোগ দিয়েছেন তখন ছিল দুয়ারে চাঁদা, দুয়ারে কৌটো, দুয়ারে হার্মাদ। মহাকরণে মহাভোজ হত আর মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত।


এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন। তিনি মোদিকে উদ্দেশ্যে করে বলেন, উনি তো আট হাজার কোটি টাকা দিয়ে প্লেন কিনছেন। আর এদিকে রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা আটকাচ্ছেন।


আরও পড়ুন, মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন- https://t.me/abpanandaofficial