ঝিলম করঞ্জাই, কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) কথা মাথায় রেখে আগামী কয়েকদিন স্বাস্থ্য ভবনের (Swastha Bhavan) তরফে সমস্ত জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের আগামী কয়েকদিন বাড়তি সতর্ক এবং সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শুক্রবার, শনিবার ও রবিবার। সমস্ত ছুটি বাতিল করার কথাও বলা হয়েছে। আজকে স্বাস্থ্য অধিকর্তা ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেন। পাশাপাশি আগামী কয়েকদিন হাসপাতালের পরিষেবা যেন স্বাভাবিক থাকে, সেই বিষয়ে বাড়তি নজর রাখতেও বলা হয়েছে।


স্বাস্থ্য ভবনে প্রত্যেক সপ্তাহে একটি রিভিউ মিটিং হয়ে থাকে। মঙ্গলবারের যে রিভিউ মিটিংয়েই পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে বাড়তি বেশ কিছু সতর্কবার্তা নেওয়ার কথা বলা হয়েছে। আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। আর নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই রক্তপাত, হিংসা, মারামারির একাধিক ছবি জেলায় জেলায় দেখা গিয়েছে। সুষ্টু নির্বাচনের লক্ষ্যে রাজ্যে ক্রমশ আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। এই অবস্থাতেই স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বাড়তি সতর্কতার বার্তা।


রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী এদিন সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন। যেখানে তিনি প্রয়োজনে ছুটি বাতিল করে পরিষেবা স্বাভাবিক রাখার বার্তাই দিয়েছেন। সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশে তাঁর বার্তা, আগামী কয়েকদিন বাড়তি সতর্ক ও সজাগ থাকতে হবে। বিশেষ করে শুক্র, শনি ও রবিবার। প্রসঙ্গত, রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট আয়োজিত হতে চলেছে আগামী শনিবার। তাই ভোটের দিন ও তার আগের ও পরের দিনের জন্য বাড়তি এই সতর্কতা।


শনি বা রবিবার বলে জেলায় স্বাস্থ্য পরিষেবা যেন অন্যদিনের তুলনায় ঢিমে তালে না চলে, সেটা নিশ্চিত করার বার্তাই দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। তাঁর বার্তা, পরিষেবা যেন স্বাভাবিক থাকে, সেটা নিশ্চিত করতে হবে। আর তার জন্য বাড়তি সতর্ক, সজাগ থাকা থেকে ছুটি বাতিল, যেমনটা প্রয়োজন, তেমনটা করার পথেই হাঁটার বার্তা দিয়েছেন তিনি।                                                                                             


আরও পড়ুন- থামছে না অশান্তি, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে', রাজ্য পুলিশের ডিজি-র দাবিতে বিতর্ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial