শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবার কোচবিহারে (Coochbehar) তৃণমূল বনাম তৃণমূল! প্রার্থী কে হবেন? তা নিয়ে দ্বন্দ্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলেরই (Trinamool Congress) আরেক সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে। ঘটনায় জেলার দুই তৃণমূল বিধায়কের গলায় শোনা গেছে ভিন্ন সুর। পুলিশের দাবি, গুলি চলার প্রমাণ মেলেনি। যদিও, হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল কর্মীর কপালে ক্ষত গুলির জেরেই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা।
কোচবিহারে তৃণমূল বনাম তৃণমূল: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যজুড়ে অবিরাম রক্তপাত।মুর্শিদাবাদের কংগ্রেস কর্মী খুনের পর ২৪ ঘণ্টাও কাটল না, মনোনয়নপত্র জমার দ্বিতীয় দিন, রক্ত ঝরল কোচবিহারে। এবার তৃণমূল বনাম তৃণমূল।প্রার্থী কে হবেন? তা নিয়ে দ্বন্দ্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলেরই আরেক সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে। জখম হয়েছেন, ওকরাবাড়ি হাজিরবাজারের তৃণমূল কর্মী লিপটন হক। ঘটনার কেন্দ্রে ওকরাবাড়ির ২৫৩ নম্বর বুথ। জখম তৃণমূল কর্মীর পরিবারের দাবি, এই বুথে ইতিমধ্য়েই তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন লিপটনের দাদা। তাদের অভিযোগ, সেই আক্রোশে শনিবার সন্ধেয়, লিপটন যখন বাজারে যাচ্ছিলেন, তাঁকে লক্ষ্য করে ছাদ থেকে গুলি চালান ২৫৩ নম্বর বুথে তৃণমূলের আরেক দাবিদার রুহুল আমিন। এলাকাবাসীর দাবি, চলে বোমাবাজিও।
জখম তৃণমূল কর্মীর ভাই রিপন আলি বলেন, “লিপটনের দাদা নমিনেশন ফাইল করেছে, তাই ও ছাদের উপর থেকে গুলি চালায়, পুরোপুরি রাজনৈতিক। ওরাও তৃণমূল, আমরাও তৃণমূল।’’ কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ২৫৩ নম্বর বুথের প্রার্থী কে হবে, তা নিয়ে ঝামেলায় ২ জন আহত হয়েছেন। যদিও, গুলি চলার প্রমাণ মেলেনি। দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন জখম তৃণমূল কর্মী। পুলিশ গুলি চলেনি বললেও, হাসপাতাল সূত্রে খবর, লিপটনের ক্ষত গুলি জেরেই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। ঘটনার পর এলাকায় দোকানপাট ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?