রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মনোনয়ন-পর্বের প্রথম দিন খড়গ্রামে কংগ্রেস কর্মী খুন। দ্বিতীয় দিনে ডোমকলে অস্ত্র নিয়ে তৃণমূল নেতার দাপাদাপি। আর এবার হরিহরপাড়া ও সুতিতে উদ্ধার হল বোমা।


ফের বোমা উদ্ধার: এদিন সকালে হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের লালনগর ঘোষপাড়া এলাকায় মাঠের মধ্যে এক ব্যাগ ভর্তি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে হরিহরপাড়া থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। অন্যদিকে, সুতির লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে বাজরার খেত থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। হরিহরপাড়ার তৃণমূল ব্লক সভাপতির দাবি, ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বিরোধীরা এই কাজ করছে। বিজেপি বা বাম-কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


এদিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ধৈয়তি গ্রামে আইএসএফ কর্মীর বাড়িতে মুরগির ঘর থেকে উদ্ধার হল বস্তা ভর্তি বোমা। আজ সকালে আইএসএফ কর্মী আলাউদ্দিন মোল্লার বাড়িতে হানা দেয় কাশীপুর থানার পুলিশ। তবে বস্তায় কতগুলি বোমা আছে, তা এখনও জানা যায়নি। আইএসএফ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইএসএফের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তাদের দলের কর্মীকে ফাঁসাতেই বোমা রাখা হয়েছে।  ভোটের আগে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে আইএসএফ-ই, পাল্টা দাবি শাসকদলের।                                                            


কংগ্রেস কর্মী খুনে গ্রেফতার আরও এক: মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে  (Congress Worker) খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম এফআইআরে ছিল। এর আগে এফআইআরে নাম থাকা আরও ২ জনকে গ্রেফতার করে খড়গ্রাম থানার পুলিশ। ধৃত ৩ জনই তৃণমূল কর্মী বলে দাবি করেছে নিহতের পরিবার। শুক্রবার, মনোনয়ন পর্বের প্রথম দিনেই খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। ঘটনার পর ২ দিন কেটে গিয়েছে। এখনও থমথমে গোটা গ্রাম। চলছে পুলিশি টহল। নিহতের পরিবার দাবি করে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসায় আক্রোশবশত হামলা চালানো হয়। অন্যদিকে, গ্রাম্য বিবাদে খুন হলেও, শাসকদলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে পাল্টা দাবি করে তৃণমূল।    


আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?