শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এদিকে এরইমধ্য়ে রাজ্য়পালের সঙ্গে রাজ্য় সরকারের সংঘাতও তীব্র হচ্ছে। রাজ্য়পাল ইতিমধ্য়েই ভোট সন্ত্রাসে বিধ্বস্ত ভাঙড়ে গেছেন। রাজভবনে পিস রুম খুলেছেন। রাজ্য় নির্বাচন কমিশনারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। এসবের তীব্র সমালোচনা করেছে রাজ্য়ের শাসক দল। কিন্তু, তারপরও নিজের অবস্থানে অনড় রাজ্য়পাল।                                     



পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) ঘোষণার ১৯ দিনের মধ্যেই রাজ্যে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধুমাত্র কোচবিহারেই ( Cooch Behar ) মৃত্যু হয়েছে ২ জনের । সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ের ( Bhangar )  পর শনিবার কোচবিহারে গেলেন রাজ্যপাল। এর আগে মনোয়নয়ন-সন্ত্রাসের বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছে রাজভবন। সাম্প্রতিককালে রামনবমী-হিংসার ঘটনাই হোক বা পঞ্চায়েত ভোট পূর্ববর্তী হিংসা রাজ্যপাল ছুটে গিয়েছেন অকুস্থলে। 


রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি : রাজ্যপাল


এবার কোচবিহারে গিয়েও রাজ্যপাল দিলেন কড়া বার্তা।  কোচবিহারে পৌঁছেই প্রশাসনকে নিশানা করলেন রাজ্যপাল। বললেন,  'কোচবিহার থেকেও হিংসার উদ্বেগজনক খবর আসছে। আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি' । 

সেই সঙ্গে পঞ্চায়েত ভোটের আগে সকলের সব অভিযোগ শোনার লক্ষ্যে রাজভবনে খোলা হয় পিস রুম। এবার তিনি বললেন, 'রাজভবনের শান্তিকক্ষকেও ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি'। 


আগেও জনতার মাঝে নেমে গিয়ে সকলের সমস্যার কথা জেনেছেন রাজ্যপাল। কখনও হাওড়ায়, কখনও রিষড়ায়, কখনও উত্তপ্ত ভাঙড় ক্যানিংয়ে, কখনও বার পাশে দাঁড়িয়েছেন করমণ্ডল দুর্ঘটনায় সন্তানহারাদের পাশে। এবার তিনি বললেন, 'মানুষ চাইলে রাস্তায় আমায় দাঁড় করিয়ে কথা বলতে পারবেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, বাংলায় এই ধরনের হিংসা আর বরদাস্ত করা হবে না। রাজ্য নির্বাচন কমিশনার যথেষ্ট যোগ্য একজন আধিকারিক। কিন্তু সিস্টেমকেও যোগ্য হয়ে উঠতে হবে' কোচবিহারে পৌঁছে কড়া বার্তা রাজ্যপালের।  

শনিবার সাত সকালে রাজপালের কাছে নালিশ জানাতে হাজির বাম-বিজেপি-কংগ্রেস প্রার্থীরা। শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিরোধীরা। রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial