কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) দিন ঘোষণার আগেই ফের রাজ্যে মোদি-শাহ-নাড্ডা। জুনে রাজ্যে আসছেন মোদি-শাহ-নাড্ডা। সূত্রের খবর, রাজ্যে মোট ৩ জায়গায় সভা করবেন।
ফের রাজ্যে মোদি-শাহ-নাড্ডা: ফের রাজ্যে মোদি-শাহ-নাড্ডা: বঙ্গ রাজনীতিতে এবার জুন একেবারে জমজমাট। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মাসের শেষে এই কর্মসূচি শেষ হবে। আর পঞ্চায়েত ভোটের আগে, সেই জুনেই এরাজ্য়ে সভা করবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জে পি নাড্ডা। বৃহস্পতিবার থেকে বিজেপির মহা জনসম্পর্ক অভিযান কর্মসূচি শুরু হচ্ছে। যার মধ্য়ে পশ্চিমবঙ্গে ৩টি বড় জনসভা করবে বিজেপি। এই তিন জনসভায় থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জেপি নাড্ডা।
সামনে পঞ্চায়েত ভোট থাকলেও, বিজেপি নেতৃত্ব স্পষ্টই বুঝিয়ে দিয়েছে, তাঁদের নজর এখন লোকসভা ভোটের দিকে। এমনকী, অমিত শাহ তো রাজ্য়ে এসে কার্যত লোকসভার টার্গেট অবধি বেঁধে দিয়ে গেছেন। এই প্রেক্ষাপটে পঞ্চায়েতের আগে, পরপর নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জে পি নাড্ডার মতো হেভিওয়েটদের সভার কর্মসূচি দেখে, অনেকে প্রশ্ন তুলছেন, বিজেপি কি লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিল? যদিও, তৃণমূল এই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। মহা জনসম্পর্ক অভিযান কর্মসূচিতে জুন, জুলাই, আগস্ট মাসে হাজার মণ্ডলে হাজার সভা করবে বিজেপি। বাংলার ১ হাজার ৩০৯ মন্ডলের মধ্যে এক হাজার মন্ডলকে প্রাথমিকভাবে টার্গেট করেছে বিজেপি। জুন মাসে ২৯৪ বিধানসভায় ২৯৪টি মন্ডলে সভা করা হবে। বিদ্বজ্জনদের বাড়িতে গিয়ে মোদি সরকারের কাজ নিয়ে আলোচনা করবেন বিজেপি নেতারা।
এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, “উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ৩ জায়গায় সভা করবেন মোদি-শাহ-নাড্ডা। কবে কোথায় কোথায় সভা এখনও চূড়ান্ত হয়নি। কাল থেকে শুরু বিজেপির মহাজনসম্পর্ক অভিযান। ৩০ জুন পর্যন্ত চলবে বিজেপির মহাজনসম্পর্ক অভিযান।। ২০ জুন থেকে ১০দিন বিজেপির গৃহসম্পর্ক অভিযান।
আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?